শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

ঈদে আইফোন জেতার সুযোগ দিচ্ছে বিউটি বুথ

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, দুপুর ১:০৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

র‌্যাফেল ড্রতে অংশ নিতে হলে বিউটি বুথ থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করে কুপন সংগ্রহ করতে হবে আগ্রহীদের। প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন দেয়া হবে। একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর বিউটি বুথের ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং ঈদের পর লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। 

এবারের ঈদে ই-কমার্স প্রতিষ্ঠান ‘বিউটি বুথ’ থেকে কসমেটিক্স কিনে আইফোন জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। শনিবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছেে র‌্যাফেল ড্র প্রক্রিয়া।

এতে পুরস্কার হিসেবে আইফোন ১৬ প্রো ম্যাক্স এর পাশাপাশি এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ ও অভিজাত পারফিউম জেতার সুযোগ পাবেন ক্রেতারা।

বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিউটি বুথ-এর প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান।

তিনি জানান, র‌্যাফেল ড্রতে অংশ নিতে হলে বিউটি বুথ থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করে কুপন সংগ্রহ করতে হবে আগ্রহীদের। প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন দেয়া হবে। একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর বিউটি বুথের ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং ঈদের পর লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বমোট ৪৫ জন বিজয়ীদের নাম তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে অনলাইনে স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ করে আসছে বিউটি বুথ। অনলাইনের পাশাপাশি রামপুরার উজ্জ্বল টাওয়ারে প্রতিষ্ঠানটির একটি আউটলেট রয়েছে। সেখান থেকেও পণ্য কিনে র‍্যাফেল ড্র'তে অংশগ্রহণ করা যাবে।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৪৩ বার

এ সম্পর্কিত আরও খবর