বুধবার

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


খবর

এবার অনলাইনে হচ্ছে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:২৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে ক্যাম্প টেস্ট। সেখান থেকে সেরা ৬ শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে ডিসেম্বরে রোমানিয়ায় অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য।

শিগগিরই শুরু হতে যাচ্ছে ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এ অলিম্পিয়াড এবার আয়োজিত হবে অনলাইনে। ইতিমধ্যে এর নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনও করা যাবে অনলাইনে।

৩য়-১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। পাশাপাশি ১ জানুয়ারি ২০০৯ সালের পরে জন্ম এমন একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। অনলাইনে নিবন্ধন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

আগামী ১৩ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় অনলাইনে অনুষ্ঠিত হবে ১০ম বাংলাদেশ বিডিজেএসও। সেখান থেকে যাচাই-বাছাই করে পুরস্কৃত করা হবে বিজয়ীদের।

এরপর নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে ক্যাম্প টেস্ট। সেখান থেকে সেরা ৬ শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে ডিসেম্বরে রোমানিয়ায় অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চার ক্যাটাগরিতে। প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ, ১ জানুয়ারি ২০০৯-এর পর যাদের জন্ম)। আগামী ১৩ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় অনলাইনে অনুষ্ঠিত হবে ১০ম বাংলাদেশ বিডিজেএসও।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে এ অলিম্পিয়াড। আয়োজনের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি। ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org ই–মেইলে। অনলাইনে নিবন্ধন লিংক।  

 

সংবাদটি পঠিত হয়েছে: ১০৩ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

অনলাইন গেট পাস চালু হলো চট্টগ্রাম বন্দরে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫