৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
সাইবার অপরাধীরা এআই টুল ব্যবহার করে জিমেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করছে। এর জন্য তারা ইতিমধ্যে তাদের আড়াই শ কোটি ব্যবহারকারীকে সতর্কও করা হয়েছে।
‘সাইবার অপরাধীরা গুগল সাপোর্টের নামে বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে জিমেইল ব্যবহারকারীর সঙ্গে কৌশলে প্রতারণা করছে। প্রতারক চক্রটি দাবি করে যে, ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারা সেটি ঠিক করতে সহায়তা করবে। এরপর ব্যবহারকারীকে একটি ইমেইল পাঠানো হয়, যা আসল বলেই মনে হয়। এতে থাকা রিকভারি কোডটি আসলে একটা ‘প্রতারণার ফাঁদ’।’
এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অপরাধীরা জিমেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করছে বলে রবিবার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে।
অপরাধীদের দ্বারা ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে জিমেইল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার অপরাধীরা এআই টুল ব্যবহার করে জিমেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করছে। এর জন্য তারা ইতিমধ্যে তাদের আড়াই শ কোটি ব্যবহারকারীকে সতর্কও করা হয়েছে।
সাইবার অপরাধীদের এই প্রতারণার কৌশলের কথা বুঝতে পারেন হ্যাক ক্লাব-এর প্রতিষ্ঠাতা জ্যাক লাট্টা। ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল যেন একেবারে আসল ইঞ্জিনিয়ার কথা বলছে। সংযোগও ছিল স্পষ্ট, আর উচ্চারণ ঠিক আমেরিকানদের মতো।’
‘প্রযুক্তি উন্নতির কারণে প্রতিনিয়ত হ্যাকাররা নতুন নতুন কৌশল নিয়ে আসছে। তাই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা ও সাইবার হুমকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।’-জানালেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ স্পেনসার স্টারকি।
মাইক্রোসফট সলিউশন কনসালটেন্ট স্যাম মিত্রোভিচও এমন অভিজ্ঞতা পেয়েছিলেন। এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, ‘আমি প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট রিকভারি নোটিফিকেশন পাই। এক ঘণ্টা পরই আমার কাছে একটি ফোন কল আসে। প্রথমবার কলটি রিসিভ করিনি। কিন্তু দ্বিতীয়বার কল করলে রিসিভ করি। কলদাতার কণ্ঠস্বর ছিল আমেরিকাদের মতো। খুবই ভদ্র এবং পেশাদার শোনাচ্ছিল। তবে ফোন নম্বরটি ছিল অস্ট্রেলিয়ার।’
ফোর্বসের এক প্রতিবেদনে জিমেইল ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো অজানা নম্বর থেকে ফোন এলে ধৈর্য ধরুন। প্রয়োজনে কল কেটে দিন। গুগল কখনোই ব্যবহারকারীদের সরাসরি ফোন করে না। গুগল সাপোর্টের নামে আসা ফোন কল বিশ্বাস করবেন না। নিরাপত্তার জন্য জিমেইলের ‘রিসেন্ট অ্যাকটিভিটি’ অপশন থেকে অ্যাকাউন্ট লগইনের তথ্য চেক করুন। ফোন নম্বর যাচাই করতে গুগল সার্চ ব্যবহার করুন। রিসেট কোড বা অন্য কোনো সংবেদনশীল তথ্য কাউকে শেয়ার করবেন না। সূত্র: ইকোনমিক টাইমস ও ফোর্বস
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...