মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

এআই প্রশিক্ষণে বই ব্যবহার মাইক্রোসফটের, লেখকরা করলেন মামলা

প্রকাশ: ২৬ জুন ২০২৫, দুপুর ১:৪৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: পিক্সাবে

মেটা প্লাটফর্মস, অ্যানথ্রপিক, ওপেনএআইসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন মামলা সম্প্রতি আরও হয়েছে। সেগুলো কখনও লেখকরা দায়ের করেছেন তো কখনও প্রকাশনা সংস্থা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে বিনা অনুমতিতে বই ব্যবহার করার অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছেন একদল লেখক।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডারেল আদালতে মঙ্গলবার মামলাটি করেন ওই লেখকদল। কাই বার্ড, জিয়া টলেনটিনো, ড্যানিয়েল ওক্রেন্টসহ আরও অনেক লেখকের অভিযোগ হলো, এআই মডেলের প্রশিক্ষণে তাদের বইয়ের পাইরেটেড ডিজিটাল সংস্করণ ব্যবহার করেছে মাইক্রোসফট। মেগাট্রন নামের ওই মডেলটি যথারীতি মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে।

মেটা প্লাটফর্মস, অ্যানথ্রপিক, ওপেনএআইসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন মামলা সম্প্রতি আরও হয়েছে। কখনও লেখকরা দায়ের করেছেন তো কখনও প্রকাশনা সংস্থা।

এদিকে অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন মেনেই এআই মডেল প্রশিক্ষণে লেখকদের রচনার ‘ন্যায্য ব্যবহার’ করেছে বলে অন্য একটি মামলায় রায় দিয়েছেন ক্যালিফোর্নিয়ার এক বিচারক। তবে বই পাইরেসির দায়ে অভিযুক্ত করার সুযোগ আছে বলেও রায়ে জানানো হয়। জেনারেটিভ এআই প্রযুক্তির মডেল ট্রেইনিংয়ে বিনা অনুমতিতে কপিরাইটকৃত উপাদান ব্যবহারের বৈধতা দিয়ে কোনো মার্কিন আদালতে সেটাই প্রথম রায়। মাইক্রোসফটের বিরুদ্ধে মামলার ঠিক একদিন আগের ঘটনা এটি।

মেগাট্রনের প্রশিক্ষণে মাইক্রোসফট প্রায় দুই লাখ পাইরেটেড বই ব্যবহার করেছে বলে অভিযোগ লেখকদের। মামলার নথিতে তারা উল্লেখ করেন, কম্পিউটার মডেলটি কেবল হাজারও লেখক ও নির্মাতার কাজের ওপর ভিত্তি করেই তৈরি নয়, বিভিন্ন ধরনের অভিব্যক্তিও প্রকাশ করে যা কপিরাইটকৃত উপাদানের বাক্যরীতি, কণ্ঠ ও থিম অনুকরণ করে।

এসব ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর যুক্তি হলো, তারা কপিরাইটকৃত উপাদানের ন্যায্য ব্যবহারের মাধ্যমে নতুন ও রূপান্তরিত উপাদান তৈরি করে থাকে। তা ছাড়া, কপিরাইটের মালিককে তাদের কাজের জন্য অর্থ দিতে বাধ্য করা হলে তা ক্রমবর্ধমান এআই শিল্পে বিরুপ প্রভাব ফেলবে।

মাইক্রোসফটের কাজে আদালতের স্থগিতাদেশ চেয়েছেন ওই লেখকরা। পাশাপাশি মাইক্রোসফট যেসব উপাদানের অপব্যবহার করেছে তার প্রতিটির জন্য দেড় লাখ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৭২ বার

এ সম্পর্কিত আরও খবর