বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

এআই ফিচার যুক্ত গ্যালাক্সি এস সিরিজের নতুন দুটি ট্যাব আনল স্যামসাং

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:৪৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

গ্যালাক্সি ট্যাবের দুটি মডেলেই বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস উভয়েই অ্যান্টি-রিফ্লেকটিভ ডায়নামিক অ্যামলেড ২ এক্স ডিসপ্লে রয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ইভেন্টে সম্প্রতি একই সঙ্গে চারটি নতুন ডিভাইস উন্মোচন করল স্যামসাং। এর মধ্যে দুটি মডেলের ট্যাব অন্যতম। এগুলো হলো গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা। অনুষ্ঠানে গ্যালাক্সি ট্যাব দুটির বিভিন্ন ফিচার তুলে ধরা হয়।

গ্যালাক্সি ট্যাবের দুটি মডেলেই বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস উভয়েই অ্যান্টি-রিফ্লেকটিভ ডায়নামিক অ্যামলেড ২ এক্স ডিসপ্লে রয়েছে। একটি কোয়াড স্পিকার সেটআপের মধ্যে এআই ডায়ালগ বুস্ট রয়েছে এবং একটি শক্তিশালী আইপি ৬৮ রেটিং রয়েছে। উভয় ট্যাবলেট আগামী মাসে বাজারে পাওয়া যাবে।

আগের সিরিজের মতো গ্যালাক্সি ট্যাব এস ১০ সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর পাওয়া যাবে না। এতে মিডিয়া টেক ডাইমেনসিনিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে।

সাধারণভাবে সাশ্রয়ী ডিভাইসে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়। তবে স্যামসাং দাবি করছে যে, আগের প্রজন্মের মডেলের তুলনায় এই মডেলে সিপিইউর ক্ষমতা ১৮ শতাংশ ও গ্রাফিক্সের ২৮ শতাংশ বেড়েছে।

স্যামসাং এআইভিত্তিক বিভিন্ন ফিচারের ওপর জোর দিচ্ছে। তাই ট্যাবলেটগুলোর কিবোর্ডের সঙ্গে নতুন এআই বাটনও যুক্ত হয়েছে। এর মাধ্যমে দ্রুত এআই অ্যাসিস্টেন্ট ব্যবহার করা যাবে।

গ্যালাক্সি এআই ফিচারের মধ্যে রয়েছে-স্কেচ টু ইমেজ, সার্কেল টু সার্চ ও নোট অ্যাসিস্ট। এ ছাড়া এস পেনের মাধ্যমে হাতের লেখা ভালো করার জন্যও বেশ কিছু ফিচার যুক্ত করা হবে। উভয় ট্যাবলেটই মুনস্টোন গ্রে ও প্লাটিনাম সিলভার রঙে পাওয়া যাবে।

গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস ও গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা এর দাম 
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ১৯ হাজার ৩৩৭ টাকা।

গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩৩ হাজার ৬৫৭ টাকা।

গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩৩ হাজার ৬৫৭ টাকা।

গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৩১৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫২৫ টাকা।

গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৬১৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৯৩ হাজার ৩২৬ টাকা।

গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা স্পেসিফিকেশন 
ডিসপ্লে: অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং সহ ১৪.৬ ইঞ্চি (২৯৬০ x ১৮৪৮) 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
র‍্যাম: ১২ জিবি বা ১৬ জিবি 
ইন্টারন্যাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ
প্রসেসর: মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ +
পেছনের ক্যামেরা: ১৩ এমপি + ৮ এমপি আল্ট্রাওয়াইড 
সামনের ক্যামেরা: ১২ এমপি + ১২ এমপি আল্ট্রাওয়াইড 
ব্যাটারি: ১১,২০০ এমএএইচ 
চার্জিং: ৪৫ ওয়াট 
আকার: ২০৮.৬ X ৩২৬.৪ X ৫.৪ মিমি 
সংযোগ: ৫জি 
ওয়াই-ফাই: ৭ / ৬ ই
ব্লুটুথ সংস্করণ ৫.৩ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪.০

গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের স্পেসিফিকেশন
ডিসপ্লে: অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং সহ ১২.৪ ইঞ্চি (২৮০০ x ১৭৫২) 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
র‍্যাম: ১২ জিবি ও ১৬ জিবি 
ইন্টারন্যাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি 
প্রসেসর: মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ +
পেছনের ক্যামেরা: ১৩ এমপি + ৮ এমপি আল্ট্রাওয়াইড 
সামনের ক্যামেরা: ১২ এমপি আল্ট্রাওয়াইড 
ব্যাটারি: ১০,০৯০ এমএএইচ
আকার: ১৮৫.৪ X ২৮৫.৪ X ৫.৬ মিমি
সংযোগ: ৫জি 
ওয়াই-ফাই: ৭ / ৬ ই, 
ব্লুটুথ সংস্করণ ৫.৩ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪.০ 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৭ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

১৯ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয় এই ফোন

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪