রবিবার

ঢাকা, ১৫ জুন ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

এআই দিয়ে তৈরি হচ্ছে গুগলের নতুন কোড: সুন্দর পিচাই

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, দুপুর ১:১০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

গুগলের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে এআই ব্যবহার করছে কোম্পানিটি। এআই দিয়ে কোড তৈরি করার পর কোম্পানির কর্মীরা এগুলো পুনরায় চেক ও পর্যালোচনা করে।

গুগলের নতুন কোডগুলোর প্রায় ২৫ শতাংশেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। মঙ্গলবার কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের  প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় তিনি।

তিনি আরও বলেন, গুগলের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে এআই ব্যবহার করছে কোম্পানিটি। এআই দিয়ে কোড তৈরি করার পর কোম্পানির কর্মীরা এগুলো পুনরায় চেক ও পর্যালোচনা করে।

নতুন কোড তৈরি সম্পর্কে সুন্দর পিচাই আরও বলেন, এই পদ্ধতি আমাদের ইঞ্জিনিয়ারদের আরও দ্রুত কাজ করতে সাহায্য করে। আমাদের অগ্রগতি এবং সামনে থাকা সুযোগগুলো নিয়ে আমি আশাবাদী। আরও দুর্দান্ত পণ্য তৈরি করার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছি।

গত ফেব্রুয়ারিতে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য ‘গুজ’ নামের একটি এআই মডেল তৈরি করেছে গুগল। এটি কর্মীদের কোড ও পণ্য তৈরি সাহায্য করবে।

কোম্পানিটির অভ্যন্তরীণ নথিতে বলা হয়, গুগলের ২৫ বছরের ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতার আলোকে গুজকে প্রশিক্ষণ দেওয়া হয়।

পিচাইয়ের নতুন ঘোষণা শুনে নিজেদের চাকরি হারানো আশঙ্কা করছেন কর্মীরা। আবার অন্যদিকে কিছু কর্মী বলেন, এআই ইতিমধ্যেই তাদের কাজ বদলে দিয়েছে। কোম্পানির নেতৃত্বে থাকা ব্যক্তিরা বলেন, এখনই এআই গুগল কর্মীদের চাকরি কেড়ে নিবে না। তবে এআই এর ব্যবহারের উৎপাদনশীলতা ২৫ শতাংশ বেড়ে যাওয়া সত্যিই চোখে পড়ার মতো। এটি কোম্পানির কাজের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। সূত্র: বিজনেস ইনসাইডার

সংবাদটি পঠিত হয়েছে: ১৬২ বার

এ সম্পর্কিত আরও খবর