বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

এআই চ্যাম্পিয়ন বুয়েট জিআরসি, ব্লকচেইন চ্যাম্পিয়ন চেইন রিঅ্যাকশন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:৫০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ব্লকচেইন ক্যাটাগরিতে জামিলু রেজা চৌধুরী চ্যাম্পিয়ন হয়েছে চেইন রিঅ্যাকশন। এই দলের সদস্যরা হলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির শিক্ষার্থী আবু সালেহ মো. বনি মুমিন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আহমেদ শাবাব নূর এবং ইউনিভার্সিটি অফ পুত্র মালয়েশিয়ার সামরিন সিলভিয়া, ইনান ইশরাক ও এফ জেড শাওনি শ্বস্তিকা। ব্লকচেইন ব্যবহার করে এই পাঁচ বিজয়ী তৈরি করেছে একটি ই-কমার্স মার্কেটপ্লেস।

শিক্ষা ক্ষেত্রে এআইয়ের নান্দনিক ব্যবহার দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যাটাগরিতে ব্লকচেইন অলিম্পয়াড বাংলাদেশ-২০২৪ এ প্রথমবারের মতো স্বর্ণপদক জিতলেন বুয়েট জিআরসি দলের মোহাম্মাদ সালমান সাঈদ।

প্রয়োজন, বয়স ও শিক্ষণীয় উপকরণের ধরণ অনুযায়ী বহুমাত্রিক মডেলের এআই লার্নিং মডিউল উদ্ভাবন করে এই সম্মাননা জিতেছেন তিনি।

অপরদিকে ব্লকচেইন ক্যাটাগরিতে জামিলু রেজা চৌধুরী চ্যাম্পিয়ন হয়েছে চেইন রিঅ্যাকশন। এই দলের সদস্যরা হলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির শিক্ষার্থী আবু সালেহ মো. বনি মুমিন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আহমেদ শাবাব নূর এবং ইউনিভার্সিটি অফ পুত্র মালয়েশিয়ার সামরিন সিলভিয়া, ইনান ইশরাক ও এফ জেড শাওনি শ্বস্তিকা। ব্লকচেইন ব্যবহার করে এই পাঁচ বিজয়ী তৈরি করেছে একটি ই-কমার্স মার্কেটপ্লেস।

টানা দুই মাস ধরে প্রতিযোগিতা অনুষ্ঠানের পর মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে বিজয়ীদের নাম ঘোষণা করেন ব্লকচেইন অলিম্পিয়াডের সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম। এসময় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানী, পানিসম্পদ ও রেলপথ উপদেষ্টা ফয়জুল কবির খান।

অন্তর্বর্তীকালীন সরকারের ‘রাষ্ট্রকাঠামো সংস্কারে উদ্ভাবনের দিকেই হাঁটছে’ উল্লেখ করে তিনি বলেন, ব্লকচেইন নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপশি নিরপত্তা নিশ্চিত করে এবং দুর্বলতা কমায়। আর আমাদেরকে এআই তথ্য যাচাই-বাছাই ও এর সত্যতা নিরুপণ করতে সহায়তা করে। তাই এ ক্ষেত্রে তারুণ্যের এই উদ্ভাবনী ধারণা আমাদের শক্তি। অলিম্পিয়াড বিজয়ী এই শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যত নেতা।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক মোহম্মাদ কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত থেকে আরো বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব এন এম সামসুল আরেফিন ও ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি’র অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স ও এআই ল্যাবরেটরিস বিভাগের অধ্যাপক ড. অ্যালান এডেলম্যান।

প্রতিযোগিতায় ব্লকচেইনে সিলভার অ্যাওয়ার্ড জিতেছে বুয়েটের টিম ব্লাক ও ব্রোঞ্জ জিতেছে টিম ট্রাঞ্জেকশান ট্যাঙ্গো। এছাড়াও দুই ক্যাটাগরিতে ৫টি করে দল জিতেছে অনারেবল মেনশন পুরস্কার। ব্লকচেইনে হ্যাস উইজার্স, ইনোভেটর ৪০, বুয়েট মাল্টি থ্রেডিং, ড্যাফোডিল টাইগার্স ও লরেন ইপসাম। এআই ক্যাটাগরিতে বুয়েট মাল্টি থ্রেডিং, বুয়েট ফাস্ট অ্যান্ড ফিউরিয়ার, রকু, অফুন্ত এবং ইনফোমেনিস।

আয়োজক সূত্রে জানাগেছে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য হল্যান্ডে ব্লকচেইনে পুরস্কারপ্রাপ্ত এই দলগুলোর মধ্য থেকে এআই ক্যাটগরিতে ৮টি এবং ব্লকচেইন ক্যাটাগরিতে ৬টি টিম অংশ নেবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৬ বার

এ সম্পর্কিত আরও খবর