শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

এআই-চালিত ভিডিও তৈরিতে নতুন যুগ, চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ওপেনএআইয়ের ‘সোরা’

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, সকাল ৯:৩৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই একীভূতকরণের ফলে ব্যবহারকারীরা আরও সহজে এবং দ্রুত ভিডিও তৈরি করতে পারবেন, যা এআই-ভিত্তিক কনটেন্ট জেনারেশনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তবে, এটির নির্দিষ্ট কার্যকারিতা, মুক্তির সময়সূচি এবং ব্যবহারকারীদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে-এসব বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

ওপেনএআই তাদের এআই-চালিত ভিডিও জেনারেটর ‘সোরা’কে সরাসরি চ্যাটজিপিটিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। শুক্রবার ডিসকোর্ডে অনুষ্ঠেয় একটি অফিস আওয়ার্স সেশনে ওপেনএআইয়ের কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন।

তাদের মতে, এই একীভূতকরণের ফলে ব্যবহারকারীরা আরও সহজে এবং দ্রুত ভিডিও তৈরি করতে পারবেন, যা এআই-ভিত্তিক কনটেন্ট জেনারেশনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তবে, এটির নির্দিষ্ট কার্যকারিতা, মুক্তির সময়সূচি এবং ব্যবহারকারীদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে-এসব বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বর্তমানে সোরা শুধুমাত্র একটি পৃথক ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়, যা গত ডিসেম্বরে চালু করা হয়েছিল। তবে ওপেনএআই-এর প্রোডাক্ট লিড রোহান সাহাই জানিয়েছেন, তারা চ্যাটজিপিটিতে সোরা যুক্ত করার জন্য কাজ করছে। যদিও এটি কবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা তিনি জানাননি।

চ্যাটজিপিটিতে সোরা যুক্ত হলে ব্যবহারকারীরা সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন, যা প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বাড়াতে পারে। পাশাপাশি, এটি চ্যাটজিপিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নতুন সুবিধা হিসেবে যুক্ত হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই-চালিত ভিডিও নির্মাণ প্রযুক্তির ক্রমবিকাশের ধারায় ‘সোরা’ একটি উল্লেখযোগ্য সংযোজন হতে পারে, যা চ্যাটজিপিটির সক্ষমতাকে আরও বিস্তৃত করবে।

এছাড়া, ওপেনএআই সোরা দ্বারা ছবি তৈরির পরিকল্পনাও করছে। বর্তমানে ড্যাল-ই ৩ চ্যাটজিপিটিতে ছবি তৈরির কাজ করে, তবে সোরা-চালিত ইমেজ জেনারেটর আরও বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ওপেনএআই সোরা টার্বো মডেলের নতুন সংস্করণ নিয়েও কাজ করছে, যা সোরা ওয়েব অ্যাপে ব্যবহৃত হয়ে আসছে। সূত্র: টেকক্রাঞ্চ।

সংবাদটি পঠিত হয়েছে: ৭০ বার

এ সম্পর্কিত আরও খবর