ছবি: সংগৃহীত
নেটওয়ার্কটি একইসঙ্গে এআই ও ৫জি ডেটা প্রসেসিংয়ের কাজ পরিচালনা করতে সক্ষম। আর এটির নাম দেওয়া হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক’ বা ‘এআই আরএএন’।
বিশ্বের শীর্ষ চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়া ও সফটব্যাংক কর্প, সফটব্যাংক গ্রুপের টেলিকম শাখা, যৌথভাবে বিশ্বের প্রথম এআই-চালিত ৫জি টেলিকম নেটওয়ার্কের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। বুধবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে কোম্পানি দুটি জানিয়েছে, নেটওয়ার্কটি একইসঙ্গে এআই ও ৫জি ডেটা প্রসেসিংয়ের কাজ পরিচালনা করতে সক্ষম। আর এটির নাম দেওয়া হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক’ বা ‘এআই আরএএন’।
রয়টার্সের খবরে আরও জানানো হয়, এই নেটওয়ার্কটি স্বয়ংচালিত যানবাহনের রিমোট সহায়তা এবং রোবটিক্স নিয়ন্ত্রণসহ বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে।
একটি এআই ইভেন্টে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে আলোচনাকালে সফটব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন বলেছেন, ‘সময়ের পরিবর্তনের সাথে সাথে সব টেলিকম কোম্পানিকেই এই নতুন ট্রেন্টকে অনুসরণ করতে হবে।’
হুয়াং জানান, সফটব্যাংক ছিল প্রথম কোম্পানি যারা তাদের নিজের জেনারেটিভ এআই মডেল তৈরি করার জন্য নতুন ব্ল্যাকওয়েল চিপ ডিজাইনগুলো পেয়েছিল। এবং তারা তাদের উন্নত এআই সুপারকম্পিউটারে অন্তর্ভুক্ত করছে। সূত্র: রয়টার্স
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...