শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আলোচনা সভা কাল

প্রকাশ: ৮ মার্চ ২০২৫, দুপুর ১০:৪৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আইসিটি ও টেলিকম ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে আমরা দেশের জন্য দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট সেবা পেতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আশা করছি, এই সিদ্ধান্ত মোবাইল অপারেটর, আইএসপিএবি, সফটওয়্যার, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং সেক্টরের সবার জন্য কল্যাণ বয়ে আনবে। 

দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট পেতে করণীয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হুসাইন।

আলোচনা সভা নিয়ে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আইসিটি ও টেলিকম ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে আমরা দেশের জন্য দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট সেবা পেতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আশা করছি, এই সিদ্ধান্ত মোবাইল অপারেটর, আইএসপিএবি, সফটওয়্যার, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং সেক্টরের সবার জন্য কল্যাণ বয়ে আনবে। তাই, এমন বিশেষ একটি আলোচনা সভায় আইসিটি ও টেলিকম ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য  ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উচ্চ পর্যায়ের প্রতিনিধি, বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ব্যবস্থাপনা পরিচালক, বেসিস সভাপতি, আইএসপিএবি, বিটিসিএল, টেলিটক, আইআইজিবি, মোবাইল অপারেটর প্রতিনিধি এবং টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিশেষজ্ঞসহ অন্যান্য স্টেইকহোল্ডাররা।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৬ বার

এ সম্পর্কিত আরও খবর