৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
কুয়েন ২.৫-ম্যাক্স এআই এই মডেলটি ডিপসিক-ভি৩ সহ অন্যান্য জনপ্রিয় এআই মডেলগুলোর চেয়ে অনেক বেশি উন্নত।
প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন কুয়েন ২.৫-ম্যাক্স এআই মডেল উন্মোচন করেছে চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা। বুধবার (১৯ জানুয়ারি) চীনা নববর্ষের প্রথম দিনে আলিবাবার নতুন এই এআই মডেল উন্মোচন করা হয়।
তাদের দাবি, এই মডেলটি ডিপসিক-ভি৩ সহ অন্যান্য জনপ্রিয় এআই মডেলগুলোর চেয়ে অনেক বেশি উন্নত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনা নববর্ষের প্রথম দিনে এই ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, গত তিন সপ্তাহে ডিপসিকের ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়ে ওঠার ফলে এটি শুধু আন্তর্জাতিক প্রযুক্তি বাজারেই নয়, বরং চীনের অভ্যন্তরীণ প্রতিযোগিতাতেও ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
আলিবাবার ক্লাউড ইউনিট জানিয়েছে, কুয়েন ২.৫-ম্যাক্স প্রায় সব ক্ষেত্রেই জিপিটি-৪, ডিপসিক-ভি৩ এবং লামা-৩.১-৪০৫বি থেকে উন্নত।
ডিপসিকের দ্রুত উত্থানকে মোকাবিলা করতে চীনের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। জানুয়ারির ২২ তারিখে, বাইটড্যান্স তাদের নতুন এআই মডেল প্রকাশ করেছে, যেটি তারা বলছে ওপেনএআই এর ও১ মডেলের চেয়ে বেশি কার্যকর।
বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য নিয়মিত নতুন মডেল আনছে, যা আগামীতে প্রযুক্তি বাজারকে আরও জমজমাট করবে। সূত্র: রয়টার্স
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...