সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

ডিপসিক মার্কিনভিত্তিক এআই মডেলগুলোর তুলনায় অনেক সস্তা: মার্ক জাকারবার্গ

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৩৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মেটার নিজেদের লামা এআই মডেলটি ওপেনসোর্স। তাই ডিপসিকের সাশ্রয়ী দামের মডেল তাঁদের ব্যবসায় তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিকের প্রযুক্তি বিশ্বে দ্রুত উত্থানের কথা উল্লেখ করে সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, ‘ডিপসিক তাদের ডিপসিক এআই আর১ মডেলটি খুব কম দামে উন্মুক্ত করেছে। এটি মার্কিনভিত্তিক এআই মডেলগুলোর তুলনায় অনেক সস্তা।’

প্রযুক্তি বিষয়ক নিউজপোর্টাল ম্যাশেবলের প্রতিবেদনে জাকারবার্গ আরও জানান, মেটার নিজেদের লামা এআই মডেলটি ওপেনসোর্স। তাই ডিপসিকের সাশ্রয়ী দামের মডেল তাঁদের ব্যবসায় তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

এদিকে, ডিপসিকের সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। তিনি বলেন, অনেকে মনে করছেন চীন এআইতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওপেন সোর্স মডেল মালিকানার ধারণাকে অতিক্রম করছে। ডিপসিক ওপেন রিসার্চ ও ওপেন সোর্স থেকে উপকৃত হয়েছে, যেমন মেটার পাইটর্চ ও লামা। নতুন ধারণাগুলো আগের গবেষণার ওপর ভিত্তি করেই এসেছে, যা ওপেন সোর্সের শক্তি।

জাকারবার্গ টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, টিকটক মেটার একটি বড় প্রতিদ্বন্দ্বী। তবে এ বিষয়ে মেটার কোনো নিয়ন্ত্রণ নেই।

ডিপসিক এআই আর১ মডেলটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) লাইসেন্সপ্রাপ্ত একটি ওপেন সোর্সনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম।

প্ল্যাটফর্মটি সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এজিআই) তৈরির লক্ষ্যে কাজ করছে, যা মানুষের মতো যুক্তি ও চিন্তা করতে সক্ষম। ওপেন সোর্স হওয়ায় এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়। তাই এটি ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও গুগল জেমিনির মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। সূত্র: ম্যাশেবল

সংবাদটি পঠিত হয়েছে: ১৫ বার

এ সম্পর্কিত আরও খবর