সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

ডিপসিক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য অরক্ষিত, ভাসছে অনলাইনে

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:০১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের দেওয়া তথ্যসহ ডিপসিক চ্যাটবটের বিভিন্ন সংবেদনশীল তথ্য অনলাইনে পাওয়া গেছে। বিষয়টি জানার পর ডিপসিক কর্তৃপক্ষকে সতর্ক করা হলে তারা দ্রুত সমস্যার সমাধান করে।

সারা বিশ্বের প্রযুক্তি খাতের আলোচিত চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবটের  ব্যবহারকারীদের দেওয়া সংবেদনশীল তথ্য অনলাইনে পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি বলছে, ব্যবহারকারীদের দেওয়া তথ্যসহ ডিপসিক চ্যাটবটের বিভিন্ন সংবেদনশীল তথ্য অনলাইনে পাওয়া গেছে। বিষয়টি জানার পর ডিপসিক কর্তৃপক্ষকে সতর্ক করা হলে তারা দ্রুত সমস্যার সমাধান করে।

বুধবার এক ব্লগ বার্তায় উইজ জানিয়েছে, ডিপসিক চ্যাটবটের ১০ লাখের বেশি লাইনের তথ্য অনলাইনে উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। ভুলবশত ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে চ্যাটবটের গোপন সফটওয়্যার কী, চ্যাট লগ, ব্যবহারকারীদের দেওয়া নির্দেশনা এবং অন্যান্য সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

উইজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যামি লুটওয়াক বলেন, ‘সতর্কবার্তা পাওয়ার পর ডিপসিক এক ঘণ্টার কম সময়ের মধ্যে অনলাইনে ফাঁস হওয়া তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে। কিন্তু আমাদের পাশাপাশি আরও কেউ হয়তো তথ্যগুলো খুঁজে পেয়েছে।’

বিশেষজ্ঞদের মতে, এই তথ্য ফাঁসের ঘটনা চীনা এআই প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। এটি ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। ফাঁস হওয়া তথ্য সাইবার অপরাধীদের হাতে পড়লে তা প্রতারণা, নজরদারি বা অন্যান্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হতে পারে।

চীনে তৈরি ডিপসিক চ্যাটবট ইতিমধ্যেই প্রযুক্তি বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। তবে যুক্তরাষ্ট্রে এটি নিয়ে উদ্বেগ বাড়ছে। তুলনামূলক কম খরচে ওপেনএআই-এর চ্যাটজিপিটির সমমানের প্রযুক্তি সরবরাহের সক্ষমতা দেখিয়ে ডিপসিক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর এআই মডেলের কার্যকারিতা ও বাজার আধিপত্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। সূত্র: ইন্ডিয়া টুডে ও রয়টার্স।

সংবাদটি পঠিত হয়েছে: ৪০ বার

এ সম্পর্কিত আরও খবর