১ ঘন্টা আগে
৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
এআরএমের প্রধান নির্বাহী রেনি হাস আগামী গ্রীষ্মে তাদের নিজস্ব চিপ উন্মোচন করতে পারেন। চিপ ডিজাইন থেকে নিজেই পুরো প্রসেসর তৈরি শুরু করলে, এআরএম তার কিছু বড় গ্রাহকের প্রতিযোগী হয়ে উঠবে।
কম্পিউটার প্রসেসর ও সেমিকন্ডাক্টর এবং সফটওয়্যার ডিজাইনার কোম্পানি এআরএম এখন শুধু চিপ ডিজাইনের কাজে সীমাবদ্ধ থাকছে না। কোম্পানিটি চলতি বছরে নিজস্ব চিপ উৎপাদন করবে বলে জানা গেছে।
টেক জায়ান্টেটি তাদের ডিজাইন বিভিন্ন চিপ নির্মাতাদের, যেমন, এনভিডিয়া, কোয়ালকম, অ্যাপল, সামস্যাং, মিডিয়াটেকদের লাইসেন্স দেয়, যারা এসব ডিজাইন ব্যবহার করে নিজস্ব প্রসেসর তৈরি করে। এআরএমের ব্যবসায়িক মডেলে একটি বড় পরিবর্তন নির্দেশ করে নতুন এই পরিকল্পনা।
ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, এআরএমের প্রধান নির্বাহী রেনি হাস আগামী গ্রীষ্মে তাদের নিজস্ব চিপ উন্মোচন করতে পারেন। চিপ ডিজাইন থেকে নিজেই পুরো প্রসেসর তৈরি শুরু করলে, এআরএম তার কিছু বড় গ্রাহকের প্রতিযোগী হয়ে উঠবে।
‘এআরএম ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের ডিজাইনে এখন পর্যন্ত ৩০০ বিলিয়নের বেশি চিপ তৈরি হয়েছে। প্রায় সব স্মার্টফোনেই এআরএম প্রযুক্তি ব্যবহার হয়।’
এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এআরএম। তবে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রকাশের পর, গত বৃহস্পতিবার কোম্পানির শেয়ার ৬ শতাংশের বেশি বেড়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, সফটব্যাংক প্রতিষ্ঠাতা মাসায়োশি সনের বড় পরিকল্পনার অংশ হলো এআরএমের নিজস্ব চিপ তৈরি করা। এতে তিনি সফটব্যাংকের বুদ্ধিমত্তা সম্পত্তি (আইপি) থেকে বেশি মুনাফা করতে চান। পরিকল্পনায় এআই চিপ তৈরি ও একটি বড় এআই নেটওয়ার্ক গড়ার লক্ষ্য রয়েছে।
‘গত মাসে মাসায়োশি সন তাঁর ‘স্টারগেট’ প্রকল্পের ঘোষণা দেন। এটি ওপেনএআই-এর সঙ্গে মিলে ৪০০ বিলিয়ন ইউরো ব্যয়ে এআই অবকাঠামো তৈরি করবে। এই প্রকল্পে আবুধাবির তহবিল এমজিএক্স ও ওরাকলও অর্থ দিচ্ছে। আর এআরএম মাইক্রোসফট ও এনভিডিয়ার সঙ্গে প্রযুক্তিগতভাবে কাজ করছে।’
এআরএমের চিপটি সিপিইউ হিসেবে বড় ডেটা সেন্টারের সার্ভারে ব্যবহার হবে। মেটাসহ বিভিন্ন গ্রাহকদের জন্য এটি কাস্টমাইজ করা যাবে। চিপের উৎপাদন সম্ভবত টিএসএমসি-এর মতো কোনো কোম্পানির মাধ্যমে করা হবে।
এআরএমের মূল কোম্পানি সফটব্যাংক ‘অ্যাম্পেয়ার’ কিনতে পারে। এটি একটি চিপ ডিজাইন কোম্পানি, যা আর্মভিত্তিক চিপ তৈরি করে এবং ওরাকলের সহায়তা পায়। চুক্তির মূল্য হতে পারে প্রায় ৬.৫ বিলিয়ন ডলার।
মেটা এখন ইনটেল ও এএমডির বদলে এআরএমের বিদ্যুৎ সাশ্রয়ী সার্ভার চিপ ব্যবহার করছে।
এনভিডিয়া ও আমাজনের সহযোগিতায় ডেটা সেন্টারগুলোতে এআরএমের চিপ বেশি ব্যবহৃত হচ্ছে। ওপেনএআই, মেটা ও অ্যানথ্রপিকের এআই প্রযুক্তি এসব ডেটা সেন্টারের মাধ্যমে চলছে। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...