২ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
কর্মশালায় বিশ্বজুড়েই সাইবার নিরাপত্তায় নিরব ঘাতকের মতো কম্পিউটার নেটওয়ার্ক অচল করে দেয়া ডিডস আক্রমণের পেছনের ত্রুটি ও সেগুলো কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়।
মাঝে মধ্যেই অচল হতে দেখা যায় সরকারি এবং ব্যাংকিং, আর্থিক ও ইন্স্যুরেন্স সেবা খাতের ওয়েবসাইটগুলো। আর্থিক ও সেবা খাতের ডিস্ট্রিবিউটড নেটওয়ার্ক ব্যস্ত থাকায়ে সেবা বন্ধ হয়ে যায়। এধরনের ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস বা ডিডস আক্রমণের বাস্তব সমাধান নিয়ে বিশেষ কর্মশালা করলো বাংলাদেশ কম্পিউটার সোসাইটি।
রাজধানীর কল্যাণপুরে সোসাইটির নিজস্ব অফিসে শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় শতাধিক পেশাদার ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন।
কর্মশালায় বিশ্বজুড়েই সাইবার নিরাপত্তায় নিরব ঘাতকের মতো কম্পিউটার নেটওয়ার্ক অচল করে দেয়া ডিডস আক্রমণের পেছনের ত্রুটি ও সেগুলো কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়। বৈশ্বিক এই সমস্যাটি মুহূর্তে নানা রূপে হাজির হলেও নেটওয়ার্ককে নিরাপদ রাখা এবং ওয়েবসাইটকে সুরক্ষা করার কৌশল বিষয়েও আলোচনা করা হয়। সার্ভারে কিভাবে আক্রমণ করা হয় এবং সার্ভারকে অনাকাঙিক্ষত ভাবে ব্যস্ত করে দেয়া হীন প্রচেষ্টা কীভাবে ধূলিসাৎ করে দেওয়া যায় সে বিষয়টিও জানতে পারেন অংশগ্রহণকারীরা।
কর্মাশালায় বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ডিডস আক্রমণের বাস্তব কিছু উদাহরণ তুলে ধরেন সাইবার সুরক্ষাদাতা প্রতিষ্ঠান রেডওয়্যারের টেকনিক্যাল ম্যানেজার (টেলকো এবং সার্ক) মো. আরিফ উদ্দিন (লিমন)। উপস্থাপনায় তিনি সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী দুষ্টু প্রকৌশলীদের ব্যবহৃত কিছু ডিডস আক্রমণের ধরণ এবং এর পেছনের দুর্বলতাগুলো নিয়ে আলোচনা করেন।
আগামীতে প্রতিমাসেই এ ধরনের কর্মশালা করার অভিপ্রায়ের কথা জানান বাংলাদেশ কম্পিউটার সোসাইটির উপ-কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদ মুরাদ। তিনি বলেন, কর্মশালায় এপিআই ও ইমেল নিরাপত্তা থেকে শুরু করে সার্ভার ও ডাটাবেস ইত্যাদি সুরক্ষিত রাখার বাস্তবসম্মত কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) জয়নাল আবেদীন এবং মহাসচিব অ্যালেন ববি।
এসময় আগামী বছরে বুয়েটের আইআইসিটির সহযোগিতায় অনুষ্ঠিতব্য ‘বিসিএস আইসিটি ফেস্ট-২০২৫’ এ অংশ নিতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয়। জানানো হয়, ওই উৎসবে পোস্টার ডিজাইন, প্রোজেক্ট শোকেসিং এবং ক্যাপচার দ্য ফ্লাগ (CTF) থাকবে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...