২ ঘন্টা আগে
৬ ঘন্টা আগে
১৮ ঘন্টা আগে
ছবি: ওরাকলের ল্যারি এলিসন ও আমাজনের জেফ বেজোস
গত আট বছরে শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানটা একরকম জেফ বেজোসের নামেই ছিল। কখনও দুই থেকে একে উঠেছেন, কখনও হয়তো মেটার মার্ক জাকারবার্গের কাছে দ্বিতীয় স্থানটা খুইয়েছেন, তবে সেগুলো ক্ষণিকের জন্য।
আমাজনের জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকের তথ্য এটি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ওরাকলের শেয়ারদরের রেকর্ড বৃদ্ধির কারণে এলিসনের মোট সম্পদ গেল সপ্তাহে ২ হাজার কোটি ডলারের বেশি বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।
গত আট বছরে শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানটা একরকম জেফ বেজোসের নামেই ছিল। কখনও দুই থেকে একে উঠেছেন, কখনও হয়তো মেটার মার্ক জাকারবার্গের কাছে দ্বিতীয় স্থানটা খুইয়েছেন, তবে সেগুলো ক্ষণিকের জন্য।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শেয়ারবাজারে গত বৃহস্পতিবার ওরাকলের শেয়ারদর ১৩ শতাংশ বেড়ে ২০০ ডলারের কাছাকাছি পৌঁছে। গত এক বছরে প্রতিষ্ঠানটির শেয়ারদরে একদিনে এত মূল্যবৃদ্ধি আর হয়নি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে ওরাকলের ক্লাউড অবকাঠামো বিক্রি ৭০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস করার পর শেয়ারদর বাড়তে শুরু করে।
ওরাকল মূলত ডেটাবেজ-সংক্রান্ত পণ্যের জন্য পরিচিত। ইদানীং ক্লাউড কম্পিউটিংয়েও বেশ ভালো করছে। প্রতিষ্ঠানটি ওপেনআইকে কম্পিউটিং পাওয়ার সরবরাহের জন্য সম্প্রতি স্টারগেট নামে একটি প্রকল্পে বিনিয়োগ করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ বেড়ে যাওয়ায় এআই-কেন্দ্রিক ডেটা সেন্টারগুলোর চাহিদাও বেড়েছে। ওরাকল এখন ইলন মাস্কের এক্সএআই এবং মেটার মতো গ্রাহকদের কম্পিউটিং পাওয়ার দিচ্ছে। স্টারগেট প্রকল্প ও ওপেনএআইয়ের সঙ্গে কাজ শুরুর পর ওরাকলের সেবার চাহিদা আরও বেড়েছে। আর সেই চাহিদা মেটানোর জন্য প্রতিষ্ঠানটির মূলধন ব্যয় বেড়ে তিনগুণ (২ হাজার ১২০ কোটি ডলার) হয়েছে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...