মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

ঢাকার ৩ এলাকায় স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৪:৩৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট, উত্তরার সেক্টর ৪ ও মিরপুর ১ -এর ৬ দারুস সালাম রোডের স্যামসাং-ইলেক্ট্রা শোরুমগুলোতে  স্থাপন করা হয়েছে এক্সপেরিয়েন্স জোনগুলো।

স্যামসাং ইলেক্ট্রনিকস ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো স্থাপিত হলো উইন্ডফ্রি এয়ার কন্ডিশনার এক্সপেরিয়েন্স জোন।

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট, উত্তরার সেক্টর ৪ ও মিরপুর ১ -এর ৬ দারুস সালাম রোডের স্যামসাং-ইলেক্ট্রা শোরুমগুলোতে  স্থাপন করা হয়েছে এক্সপেরিয়েন্স জোনগুলো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্যামসাংয়ের নিজস্ব উইন্ডফ্রি প্রযুক্তির অভিনব সব ফিচার নিয়ে বিস্তারিত জানার মাধ্যমে গ্রাহকদের এয়ার কন্ডিশনিংয়ের ভবিষ্যতে ঢুঁ মারার সুযোগ করে দিয়েছে এ আয়োজন। ৭৭ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চয় করা এই প্রযুক্তি শুধুমাত্র স্বস্তি ও কার্যকারিতা প্রদানেই সীমাবদ্ধ নয়।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, গ্রাহকদের ব্যস্ত দিনগুলোতে স্বস্তি দিতে তৈরি করা হয়েছে আমাদের উইন্ডফ্রি এসি। প্রযুক্তির নতুনত্ব সরাসরি অনুভব করতে চান গ্রাহকেরা। তাদের এই চাহিদা পূরণ করতেই আমরা ইলেক্ট্রার অংশীদারিত্বে এ এক্সপেরিয়েন্স জোনগুলো চালু করেছি। এটি স্যামসাংয়ের উদ্ভাবনের ধারাবাহিক প্রচেষ্টারও প্রদর্শন।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের প্রোডাক্ট হেড মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, স্যামসাংয়ের অংশীদারিত্বে দেশের প্রথম উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন চালু করতে পেরে আমরা আনন্দিত। এক্সপেরিয়েন্স জোনগুলো ঘুরে দেখার মাধ্যমে এই অসাধারণ উইন্ডফ্রি প্রযুক্তি সম্পর্কে জানতে গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছি। এতে করে ব্যবহারকারী-কেন্দ্রিক ও পরিবেশবান্ধব এয়ার কন্ডিশনারের ভবিষ্যতের এক ঝলক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

এছাড়া ইলেক্ট্রা শোরুম থেকে স্যামসাংয়ের উইন্ডফ্রি এই এসি’টি কিনলে উপহার ও ক্যাশব্যাক রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এসি’টির ক্রয়মূল্য ৮৪,৯০০ টাকা থেকে শুরু।

সংবাদটি পঠিত হয়েছে: ৩২ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ইউগ্রিন রোবোটিক মোবাইলফোন চার্জার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪