কুমিল্লা সিটি কর্পোরেশন ও মোবিলিটি আই ট্যাপ পে বাংলাদেশ লিঃ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশঃ ০৪:৫৪ মিঃ, আগস্ট ৯, ২০১৮
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য হিসাবে আজ ০৮/০৮/২০১৮ তারিখ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সমস্ত গ্রাহক সেবা তথা বিল গ্রহণ প্রক্রিয়া ডিজিটালাইজেশনের আওতায় আসছে। উক্ত ডিজিটালাইজেশনে সার্বিক সহায়তা প্রদান করবে “মোবিলিটি আই ট্যাপ পে (বাংলাদেশ) লিঃ”।
কুমিল্লা সিটি কর্পোরেশনের বিল জমা ডিজিটালাইজেশনের উপলক্ষ্যে কুমিল্লার “অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে” কুমিল্লা সিটি কর্পোরেশন ও মোবিলিটি আই ট্যাপ পে বাংলাদেশ লিঃ - এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন কুমিল্লা সিটি কর্পোশনের মাননীয় মেয়র জনাব মোঃ মনিরুল হক (সাক্কু) এবং জনাব আবুল হোসেন ইমন, হেড অব সেল্স এন্ড মার্কেটিং, মোবিলিটি আই টেপ পে বাংলাদেশ লিঃ।
এই ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের জনগন যে কোন সময়, যে কোন স্থান থেকে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন ট্যাপ এন পে এজেন্ট অথবা নিজস্ব মোবাইলে ট্যাপ এন পে এ্যাপস্’র মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে কোন বিল জমা দিতে পারবেন, যেমনঃ পানির বিল, ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স ফি, জন্ম সনদ ফি, নাগরিক সার্টিফিকেট, পৌর কর।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব অনুপম বড়–য়া, প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সিটি কর্পোরেশন, মোঃ মাসুদুর রহমান, প্রধান হিসাব রক্ষক, কুমিল্লা সিটি কর্পোরেশন, জনাব মোঃ আরিফুর রহমান, জোনাল হেড, মোবিলিটি আই টেপ পে বাংলাদেশ লিঃ, তাপস দাস গুপ্ত, রিজিওনাল সেলস ম্যানেজার, মোবিলিটি আই টেপ পে বাংলাদেশ লিঃ, শামিম আল মামুন, এরিয়া সেলস ম্যানেজার, মোবিলিটি আই টেপ পে বাংলাদেশ লিঃ, মোঃ খোরশেদ আলম, ম্যানেজার, মেঘনা ব্যাংক লিঃ, কুমিল্লা শাখা, মোঃ মেজবা উদ্দিন ভূইয়া, ডিস্ট্রিবিউটর, মোবিলিটি আই টেপ পে বাংলাদেশ লিঃ, মোঃ মোস্তাফিজুর রহমান, টেরিটরি ম্যানেজার, মোবিলিটি আই টেপ পে বাংলাদেশ লিঃ এবং মোঃ সারোয়ার আহমেদ সানি, পার্টনার ডিস্ট্রিবিউটর, মোবিলিটি আই টেপ পে বাংলাদেশ লিঃ।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩২২৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের