গ্রাহকদের জন্য আইফোন-১২ এনেছে গ্রামীণফোন
প্রকাশঃ ১২:০৮ মিঃ, ডিসেম্বর ১৬, ২০২০
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২০] ডিজিটাল বাংলাদেশ এর কানেক্টিভিটি পার্টনার হিসেবে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গ্রামীণফোন অ্যাপেল এর সবচেয়ে অভিনব এবং অত্যাধুনিক স্মার্টফোন আইফোন ১২ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। চমৎকার নতুন ডিজাইনের আইফোন ১২ এর মডেলগুলোতে রয়েছে একেবারে নতুন ক্যামেরা সিস্টেম, বিনোদনের আরো অভিনব অভিজ্ঞতা নিশ্চিত করতে এজ-টু-এজ সুপার রেটিনা এক্সডিআর ডিস্প্লে, স্থায়িত্ব নিশ্চিত করতে সিরামিক শিল্ড ফ্রন্ট কভার এবং অ্যাপেলের নিজস্ব ডিজাইনের স্মার্টফোন জগতের দ্রুততম এ১৪ বায়োনিক চিপ।
গ্রাহকরা তাদের নির্ধারিত সেলস চ্যানেল (গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার এবং অনলাইন শপ) এর মাধ্যমে আজ, ডিসেম্বর ১১, ২০২০ তারিখ থেকে আইফোন ১২ ক্রয় করতে পারবেন। সম্পূর্ণ মূল্য তালিকা এবং প্রাপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার যোগাযোগ করুন অথবা https://gpoffers.co/iphone-12 লিঙ্কটিতে ক্লিক করুন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের