এক্সট্রিম ব্রান্ডের নতুন ব্লটুথ স্পিকার বাজারে
প্রকাশঃ ১১:১৭ মিঃ, জুন ২৬, ২০২০
এক্সট্রিম ব্র্যান্ডের নতুন ব্লুটুথ স্পিকার বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্পিকারটির মডেল হচ্ছে ই৭০বিটি। স্পিকারটির ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। পাশাপাশি সর্বোচ্চ মানের পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে।
স্পিকারটিতে রয়েছে ৪.২ ব্লুটুথ সংস্করণ ফলে এটা প্রায় ১০ মিটার পর্যন্ত সংযোগ প্রদান করতে সক্ষম। এতে দুইটি ৫০ এমএম সাইজের ড্রাইভার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি পাবেন নিখুঁত সাউন্ড। স্পিকারের অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৭০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত এবং ব্যাটারি ক্ষমতা ৪০০ এমএএইচ।
ব্যাটারিটিকে মাইক্রো-ইউএসবি ক্যাবল দ্বারা চার্জ করা যায় । একবার চার্জে আপনি টানা ৬ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই স্পিকারটি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ২-৩ ঘন্টা। ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ স্পিকারটির মূল্যঃ ৩০৫০/- টাকা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৪২৯ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের