এক্সট্রিম ব্রান্ডের নতুন ব্লটুথ স্পিকার বাজারে
প্রকাশঃ ১১:১৭ মিঃ, জুন ২৬, ২০২০
এক্সট্রিম ব্র্যান্ডের নতুন ব্লুটুথ স্পিকার বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্পিকারটির মডেল হচ্ছে ই৭০বিটি। স্পিকারটির ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। পাশাপাশি সর্বোচ্চ মানের পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে।
স্পিকারটিতে রয়েছে ৪.২ ব্লুটুথ সংস্করণ ফলে এটা প্রায় ১০ মিটার পর্যন্ত সংযোগ প্রদান করতে সক্ষম। এতে দুইটি ৫০ এমএম সাইজের ড্রাইভার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি পাবেন নিখুঁত সাউন্ড। স্পিকারের অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৭০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত এবং ব্যাটারি ক্ষমতা ৪০০ এমএএইচ।
ব্যাটারিটিকে মাইক্রো-ইউএসবি ক্যাবল দ্বারা চার্জ করা যায় । একবার চার্জে আপনি টানা ৬ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই স্পিকারটি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ২-৩ ঘন্টা। ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ স্পিকারটির মূল্যঃ ৩০৫০/- টাকা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০১০ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে