সানডিস্ক এর ১২৮ জিবি মোবাইল ডিস্ক বাজারে নিয়ে এল স্মার্ট টেকনোলজিস
প্রকাশঃ ০৯:৩৩ মিঃ, মার্চ ১২, ২০২০
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এল সানডিস্ক বাজারে নিয়ে এলো ১২৮ জিবি স্টোরেজের মোবাইল ডিস্ক ড্রাইভ। সিজেড৬০০ মডেল এর এই মোবাইল ডিস্কটি দেখতে স্টাইলিশ, পোর্টেবল, কমপ্যাক্ট সাইজ যার কারনে এটি অনেক হালকা। তাই সহজেই পকেটের এক কোনে রেখে বহন করা যায়। ১২৮ জিবি স্টোরেজের এই আল্ট্রা ইউএসবি ৩.০ পেনড্রাইভের ডাটা রিড স্পীড ১৩০ এমবিএস। যার ফলে খুব কম সময়ে এবং অনেক দ্রুত গতিতে বড় সাইজের ফাইল ট্রান্সফার করা যায়। এছাড়া এটি ইউএসবি ২.০ এর সাথেও সামঞ্জস্যপূর্ণ। এই মোবাইল ডিস্ক এ নিরাপত্তার জন্য সফটওয়্যার হিসেবে আছে রেসকিউ প্রো এবং সিকিউর এ্যাকসেস। ৫ বছর বিক্রয় পরবর্তী সেবা সহ প্রোডাক্টটির খুচরা মূল্য ১৮০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩৫৪৮০১
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৪৭ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের