‘ইয়ুথ এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০১৯’- পেলো ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম
প্রকাশঃ ১০:৫৮ মিঃ, ডিসেম্বর ৩, ২০১৯
ঢাকার আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত ন্যশনাল ইয়ুথ লিডারশিপ কার্নিভালে বাংলাদেশর তরুণদের সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখার জন্য ইউকে এইড কর্তৃক
ঢাকার আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত ন্যশনাল ইয়ুথ লিডারশিপ কার্নিভালে বাংলাদেশর তরুণদের সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখার জন্য ইউকে এইড কর্তৃক ‘ইয়ুথ এক্সিলেন্স এ্যায়াওয়ার্ড ’-এ ভূষিত হয়েছে তারুণ্য নির্ভর সংগঠন ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম। দিনব্যাপী অনুষ্ঠিত এই কার্নিভালে বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন জনপ্রিয় শিক্ষাবিদ ও উপন্যাসিক ডঃ মুহম্মদ জাফর ইকবাল, বিজিএমইএ সভাপতি রুবানা হক , ডিএফআইডি বাংলাদেশ প্রধান যুদিথ হারবার্টসন ,ইয়ুথ ক্লাব বাংলাদেশের সভাপতি আরোফিন রহমান হিমেল প্রমুখ। ইউকে এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উৎসবটি আয়োজন করে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ । তরুণদের নেতৃত্বের বিকাশ ও সমাজ তথা দেশ পরিবর্তনে তরুণদের ভূমিকা ও সমম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কার্নিভালে দেশের মোট ৭২ টি বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় ৪০০ জন তরুণ এতে অংশগ্রহণ করে।ইয়ুথ এম্পওয়ারমেন্ট ফোরাম - এর পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী হাসান রবিন, সাধারন সম্পদিক জোনায়েদ হোসেন এবং সহঃ সাধারন সম্পাদক আশরাফুল আলম এ্যায়াওয়ার্ডটি গ্রহণ করেন।এ সময় ইয়ুথ এম্পওয়ারমেন্ট ফোরাম- এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ্যায়াওয়ার্ডটি সংগঠনের সকল সদস্যের প্রতি উৎসর্গ করেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৬৪৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের