লাইসেন্স হারাচ্ছে উবার!
প্রকাশঃ ০৯:০৬ মিঃ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
লন্ডনে উবারের লাইসেন্সের মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। ফলে লন্ডনে ৪০ হাজারেরও বেশি ড্রাইভার সরাসরি ক্ষতিগ্রস্থ হবে বলে জানা যায়। তবে আগামী ২১ দিনের মধ্যে উবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে। বর্তমানে লন্ডনে ৩৫ লাখ উবার অ্যাপ ব্যবহারকারী আছে।
স্মার্টফোনের অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার-এর লাইসেন্স বাতিল করেছে লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা। ফলে সেপ্টেম্বর মাস শেষ থেকেই লন্ডনে উবার তার কার্যক্রম চালাতে পারবে না।
এ সিদ্ধান্ত বিশাল এই নেটওয়ার্কের জন্য বড় ধরনের আঘাত এবং শঙ্কার কথা। ফলে লন্ডনে ৪০ হাজারেরও বেশি ড্রাইভার সরাসরি ক্ষতিগ্রস্থ হবে বলে জানা যায়। বর্তমানে লন্ডনে ৩৫ লাখ উবার অ্যাপ ব্যবহারকারী আছে।
উবারে কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন ইউনিয়ন, আইনপ্রণেতা এবং ব্ল্যাক ক্যাবের চালকেরা আগে থেকেই নানামুখি সমালোচনা করে আসছিলেন।
লন্ডনে উবারের লাইসেন্সের মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। তবে আগামী ২১ দিনের মধ্যে উবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে।
সূত্র বলছে, নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি ইস্যুতে দায়িত্বের দুর্বলতার জন্য উবারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩২৬২ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের