দেশে লেক্সার পরিবেশক টেক রিপাবলিক
প্রকাশঃ ১২:৪৮ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
"বাংলাদেশে ইউরোপের শীর্ষ ব্র্যান্ড লেক্সারের একমাত্র পরিবেশক হয়েছে টেক রিপাবলিক লিমিটেড"
বাংলাদেশে ইউরোপের শীর্ষ ব্র্যান্ড লেক্সারের একমাত্র পরিবেশক হয়েছে টেক রিপাবলিক লিমিটেড। পরিবেশক হিসেবে ফ্লাশ মেমোরিতে উদ্ভাবনী সেবা যুক্তকরা এই ব্র্যান্ডের এসএসডি, ফ্লাশ ড্রাইভ ও প্রফেশনাল মেমোরি কার্ড দেশের বাজারে পরিবেশন করছে। অনলাইন ছাড়াও নিজস্ব চ্যানেল পরিবেশকদের মাধ্যমে দেশের প্রতিটি প্রযুক্তি বাজারে পৌঁছে দেয়া এই মেমোরি ডিভাইসগুলোতে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা ঘোষণা করেছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০১০ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের