এইচপি ব্রান্ডের পি১৭৪ মডেলের এলইডি মনিটর বাজারে
প্রকাশঃ ০৫:৩২ মিঃ, জুলাই ২৩, ২০১৯
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের পি১৭৪ মডেলের এলইডি মনিটর। ১৭ ইঞ্চি আকৃতির এই মনিটরটিতে রয়েছে এলইডি ব্যাকলিট সহ ডিসপ্লে টাইপ টিএন। মনিটরটির নেটিভ রেজ্যুলুশন এসএক্সজিএ অর্থাৎ ৬০ হার্জ স্পীডে ১২৮০*১০২৪ পিক্সেল। মনিটরটির বিশেষ ফিচার হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি যার সিকিউরিটি লক রেডি অপশনটি গ্রাফিক ডিজাইনার এবং ভিজুয়ালাইজারদের প্রকৃত সাইজ এবং রং দেখতে সাহায্য করে। পেশাদার ব্যবহারকারীদের এই মনিটর অত্যন্ত কার্যকর। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১০,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭৩৩।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২৮৫৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের