স্মার্ট টিভির ভাইরাস পরীক্ষার তাগাদা দিল স্যামসাং
প্রকাশঃ ১০:৫২ মিঃ, জুন ১৯, ২০১৯
স্মার্ট টিভিতে ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা থাকায় নিজেদের ইন্টারনেট সুবিধাযুক্ত কিউএলইডি টিভি ব্যবহারকারীদের নিয়মিত ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্যামসাং।
স্মার্ট টিভিতে ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা থাকায় নিজেদের ইন্টারনেট সুবিধাযুক্ত কিউএলইডি টিভি ব্যবহারকারীদের নিয়মিত ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্যামসাং। কিভাবে ভাইরাস পরীক্ষা করতে হবে সে বিষয়ে নিজেদের যুক্তরাষ্ট্রভিত্তিক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওও পোস্ট করেছে তারা। ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে সতর্ক করতেই এ উদ্যোগ।
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, দূর থেকে ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে গোপনে স্মার্ট টিভির মাইক্রোফোন চালু করে চারপাশের আওয়াজ শুনতে পারে হ্যাকাররা। ফলে স্মার্ট টিভির সামনে ব্যক্তিগত বা গোপনীয় কথা বললে সেগুলো তৃতীয় পক্ষের কাছে চলে যেতে পারে।
সূত্র : কালের কণ্ঠ
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৪১ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের