ইউনির্যাংক ইউটিউব র্যাংকিংয়ে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রকাশঃ ১২:৪৩ মিঃ, মে ১৪, ২০১৯
সারা বিশ্বের ২০০টি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেল স্থান করে নিয়েছে।
সারা বিশ্বের ২০০টি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেল স্থান করে নিয়েছে। বিশ্বের ৭ হাজার ৫৮৯টি বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলের মধ্যে ড্যাফোডিলের অবস্থান ৭৭তম।
সম্প্রতি ইউনির্যাংকের ওয়েবসাইটে এই র্যাংকিং প্রকাশিত হয়েছে (https://www.4icu.org/top-universities-youtube/)।
বিশ্বের সেরা ২০০টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নানা বিষয় নিয়ে প্রতিবছর র্যাংকিং প্রকাশ করে থাকে ইউনির্যাংক। অস্ট্রেলিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান ২০১৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে র্যাংকিং প্রকাশ করতে শুরু করে। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটি বিশ্ববিদ্যালয় এই মর্যাদাপূর্ণ র্যাংকিং তালিকায় স্থান করেছে নিয়েছে এবং সেটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আগে টাইম হায়ার এডুকেশন র্যাংকিং, কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং ও গ্রিনমেট্রিক র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৬৫১ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের