যশোরে শুরু হয়েছে বিডিনগের অষ্টম সম্মেলন
প্রকাশঃ ১১:৩৮ মিঃ, মে ৭, ২০১৮বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে শুরু হয়েছে বিডিনগের অষ্টম সম্মেলন।
গত ৪ মে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের পথে ইন্টারনেট প্রযুক্তি অন্যতম একটি অনুসঙ্গ। পৃথিবীর বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যবহারের সুযোগকে এখন মানুষের মৌলিক অধিকার হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশেও আমরা শতভাগ মানুষকে ইন্টারনেট ব্যবহারের সুযোগের মধ্যে আনতে কাজ করে যাচ্ছি। আমি আশা করছি এ কাজটি ২০১৮ সালের মধ্যেই সম্পন্ন করতে পারবো।’ তিনি বলেন, ইন্টারনেট প্রযুক্তি এখন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ব্যবসা-বাণিজ্য, ব্যাঙ্কিং, সরকারি বেসরকারি ই-সেবা, স্মার্ট সিটি, স্মার্ট হোম এ সবের মতো আরো অনেক নতুন নতুন সেবা বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার অনেক বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে বাড়তেই থাকবে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে এই অবকাঠামো রক্ষনা বেক্ষন এর চ্যালেঞ্জও। ফলে ইন্টারনেটের প্রযুক্তিগত কাঠামো যথাযতভাবে বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ বা প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষতা বাড়াতে হবে। এর কোনো বিকল্প নাই। তিনি আরও বলেন, যেভাবে আমাদের ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের ন্যাশনাল ইন্টারনেট ব্যাকবোন টেরাবাইট ক্যাপাসিটিতে চলে যাবে। আমাদের ইঞ্জিনিয়ারদেরও এই বিশাল ইন্টারনেট ট্রাফিক ম্যানেজ করার জন্য সে রকম সক্ষমতা অর্জন করতে হবে। বিডিনগ তাদের সম্মেলন ও কর্মশালার মাধ্যমে প্রযুক্তিবিদ ও প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করছে তাই আমি সংশ্লিষ্ট সবাইকে কৃতঞ্জতা জানাই। পলক বলেন, ২০১৪ সালে বিডিনগের প্রথম সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। আমি বলবো আজ বিডিনগ অনেক সংঘটিত। প্রত্যেক বছর নিয়মিতভাবে দুই বার করে এই সম্মেলন ও কর্মশালা আয়োজন করে আসছে তারা। এই আয়োজন আমাদের প্রকৌশলীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আবদুল আওয়াল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসোসিয়েশণ অফ বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, বিডিনগ ট্রাস্টি সুমন আহমেদ সাবির, বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, সম্মেলনের প্রথম দিন ‘ডেটা সেন্টার ডিজাইন, গাইডলাইন এন্ড স্ট্যান্ডার্ডস’, ‘ক্যালকুলেটিং কুলিং রিকয়রমেন্টস ফর ডেটা সেন্টার’, ‘প্রিভেন্টিং ট্রাফিক উইথ ইস্পুপড সোর্স আইপি এড্রেস’, ‘ডেপলয়িং আইওটি: এ টেলকো প্রাসপেকটিভ’, ‘হান্ট ডাউন দ্যা ইভিল অফ ইওর ইনপ্রাসটেকচার’ শীর্ষক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
৫-৮ মে রাউটিং এবং ভার্চুয়ালাইজেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনের সহ-আয়োজক হিসাবে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। আয়োজনের সহযোগিতায় আছে আইসিটি ডিভিশন এবং বানিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।
আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে: www.bdnog.org/bdnog8 ওয়েবসাইটে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৭৩৩ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের