নেপাল সরকারের ই-জিপি সিস্টেমের কাজ পেয়েছে দোহাটেক নিউ মিডিয়া
প্রকাশঃ ১২:৪০ মিঃ, এপ্রিল ২৪, ২০১৮
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নেপাল সরকারের ন্যাশনাল ইলেকট্রনিক গর্ভনমেন্ট প্রকিউরমিন্ট (ই-জিপি) সিস্টেমের অপারেশন ও মেইনট্যানেন্স সাপোর্ট এর কাজ পেয়েছে যৌথভাবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া এবং নেপালের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি মার্কেট ইন্টারন্যাশনাল।
গত ১৯ এপ্রিল কাঠমুন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন পাবলিক প্রকিউরমেন্ট মনিটরিং অফিস (পিপিএমও) এর সাথে ই-জিপি বাস্তবায়ন বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, নেপালের প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মধু প্রাসাদ রেগমি, পাবলিক প্রকিউরমেন্ট মনিটরিং অফিস এর পরিচালক মানিস ভাটারিয়া এবং ডিজি মার্কেট ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আদিত্য জা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযেগিতায় নেপালে ই-জিপি বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, দোহাটেক নিউ মিডিয়া ইতোমধ্যে রয়েল ভুটান সরকারের ই-জিপি সিস্টেমের ভেন্ডর হিসাবে কাজ করছে। বাংলাদেশ সরকারের পাবলিক প্রকিউরমেন্ট এমআইএস এবং ই-জিপি সিস্টেমের বাস্তবায়নে প্রায় এক যুগ ধরে কাজ করছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৫৩৫৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে