‘ও ভাই’- এর সাথে যুক্ত হলো সাড়ে ৬শ’ সিএনজি-অটোরিকশা
প্রকাশঃ ১১:৪৭ মিঃ, এপ্রিল ২১, ২০১৮
‘ও ভাই’ নামে জনপ্রিয় রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘ও ভাই সল্যুশনস লিমিটেড’ এর গ্রাহকসেবাদানকে আরও শক্তিশালী করে তুলতে নিজেদের সেবা তালিকায় সাড়ে ৬শ’ সিএনজি-অটোরিকশা যুক্ত করেছে।
রাজধানীর সিনএনজি চালক ও মালিকরা তাদের বাহন ‘ও ভাই’ সেবায় নিবন্ধন করিয়েছেন। এর ফলে, এখন থেকে উল্লেখযোগ্যসংখ্যক সিএনজি ‘ও ভাই’ ব্যবহারকারীদের নিয়ে রাজধানীজুড়ে যাতায়াত করবে।
এর বাইরেও, ‘ও ভাই’ এর ব্যবহারকারীদের সিএনজি যাতায়াতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। ব্যহারকারীরা নির্দিষ্ট প্রোমো কোড ব্যবহার করে এ ছাড় নিতে পারবেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটি সিএনজি চালকদের রাইড পাওয়া নিয়ে স্মার্টফোন ও অ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিয়েছে।
চালকদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি ও প্রশিক্ষণের মতো উদ্যোগ গ্রহণের মাধ্যমে ‘ও ভাই’ রাজধানীর যাত্রীদের যাতায়াতকে সহজলভ্য করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রচেষ্টা চালাচ্ছে। শীর্ষস্থানীয় দেশি ব্যবসায়িক গ্রুপ এমজিএইচ গ্রুপের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ও ভাই’ ঢাকাজুড়ে এর ব্যবহারকারীদের অন-ডিমান্ড মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজি-অটোরিকশা সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা রয়েছে অন্যান্য শহরেও এর সেবাদান কার্যক্রম বিস্তৃত করার।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৩১১ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের