বাংলাদেশ পোস্ট অফিসের ই-পোস্ট সেবা নিতে ই-ক্যাবের সাথে চুক্তি করলো দারাজ
প্রকাশঃ ০১:৪১ মিঃ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯বাংলাদেশ পোস্ট অফিসের ই-পোস্ট সেবা নিতে ই-ক্যাবের সাথে চুক্তি করলো দারাজ
ঢাকাঃ দেশের প্রত্যন্ত অঞ্চলে অনলাইনে ব্যবসায় সম্প্রসারণে ‘ই-পোস্ট’ সেবা গ্রহণ করেছে দারাজ। গ্রাম পর্যায়ে নিরাপদ ও দ্রুততার সঙ্গে ফরমায়েশকৃত পণ্য ক্রেতার হাতে পৌঁছে দিতে সোমবার (১৮ ফেব্রুয়ারি ২০১৯) ইং কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
ই-ক্যাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল এবং দারাজ প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাহিদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। এসময় বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল বলেন যে, দারাজের মত প্রতিষ্ঠিত কোম্পানির পণ্য ই-পোস্টের মাধ্যমে দেশব্যাপী পৌঁছে দেওয়ার উদ্যোগটি মাইলফলক হয়ে থাকবে। ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাব পরিচালক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডাকঘরের মাধ্যমে পণ্য সরবরাহের অনলাইন প্লাটফর্ম ই-পোস্টের মাধম্যে গ্রাহক নিজেই অনলাইনে ডেলিভারি ট্র্যাক ও মনিটর করতে পারেন। আর দেশের প্রত্যন্ত অঞ্চলেও সরকারের ডাক সেবা চালু থাকায় নিরাপদে এবং দ্রুততার সঙ্গে পণ্য পরিবহণ সুবিধার পাশাপাশি ২৪ ঘন্টা সেবা পাওয়া যায়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭১০ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের