আইএসপিএবির সাবেক সভাপতি আখতারুজ্জামান মঞ্জু আর নেই
প্রকাশঃ ০৫:৫০ মিঃ, জানুয়ারি ১০, ২০১৯
আইএসপিএবির সাবেক সভাপতি আখতারুজ্জামান মঞ্জু আর নেই
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাবেক সভাপতি আখতারুজ্জামান মঞ্জু আর নেই।
বুধবার সকালে তিনি ইহলোক ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিউস্কাটন টাওয়ার মসজিদে যোহর নামাজের পর তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় হয়। দ্বিতীয় নামাজে জানাজা মালিবাগ শাহী মসজিদে দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়।
আখতারুজ্জামান মঞ্জু এর আগে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৬৪৭ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের