বাজারে ডিসিএল ব্র্যান্ডের নতুন ল্যাপটপ
প্রকাশঃ ০৭:০৫ মিঃ, নভেম্বর ৮, ২০১৮
বাজারে ডিসিএল ব্র্যান্ডের নতুন ল্যাপটপ
এস-৪ মডেলের নতুন একটি ল্যাপটপ বাজারে নিয়ে আসলো ড্যাফোডিল কম্পিউটার্স লিঃ। ১৪ ইঞ্চি এল ই ডি ডিসপ্লে এর সাথে ৪ জিবি ডিডিআর-৪ RAM এবং ১ টেরাবাইট হার্ডডিস্ক থাকছে ল্যাপটপটিতে। তাছাড়া বিল্টইন গ্রাফিক্স, ওয়াই-ফাই, ব্লুটুথ এর সাথে একটি আকর্ষনীয় ব্যাকপ্যাক পাওয়া যাচ্ছে সম্পূর্ন ফ্রী। স্লীম এবং আকর্ষনীয় ডিজাইনে ইন্টেল কোর আই থ্রী সিরিজের ডিসিএল এস-৪ ল্যাপটপ কিনলেই পাচ্ছেন ২৫০০৳ পর্যন্ত নগদ ডিস্কাউন্ট। ড্যাফোডিল কম্পিউটার্স এর ধানমন্ডি, বিসিএস কম্পিউটার সিটি এবং বনানী শো-রুমে চলছে এই ডিস্কাউন্ট অফার।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩২৪২ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের