ভোক্তাদের অভিযোগ জানতে ক্যাবের কল সেন্টার চালু
প্রকাশঃ ০৪:২০ মিঃ, নভেম্বর ৪, ২০১৮
ভোক্তাদের অভিযোগ জানতে ক্যাবের কল সেন্টার চালু
ভোক্তাদের পণ্য ও সেবা সংক্রান্ত অভিযোগ সহজে ও দ্রুত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে কল সেন্টার চালু করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
পাশাপাশি সারা দেশে ভোক্তা অধিকারের বাস্তব চিত্র, পদক্ষেপ, অভিযোগ নিষ্পত্তি, বাজার অবস্থা তুলে ধরতে ভোক্তাকণ্ঠ ডটকম নামে একটি অনলাইন পত্রিকাও চালু করেছে ক্যাব।
বুধবার রাজধানীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই কল সেন্টার ও পত্রিকার উদ্বোধন করা হয়।
সরকারি সংস্থাগুলোকে সহায়তা দিতেই ভোক্তা অভিযোগ কেন্দ্র কল সেন্টার চালু করা হয়েছে বলে জানান ক্যাবের সভাপতি গোলাম রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, ভোক্তারা পণ্য ও সেবায় অতিরিক্ত দাম রাখা, খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল মেশানো, মিথ্যা বিজ্ঞাপন, যথাসময়ে সরবরাহ না করা, পরিমাপে কারচুপি, নকল, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, দায়িত্বে অবহেলাসহ নানা অভিযোগ কল সেন্টারের ০১৯৭৭০০৮০৭১ ও ০১৯৭৭০০৮০৭২ নম্বরে কল করে জানাতে পারবেন।
এছাড়াও কল সেন্টারের ফোন দিয়ে ভোক্তারা অভিযোগ দায়ের বিষয়ে পরামর্শ ও তথ্য সেবাও নিতে পারবেন।
অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর বলেন, 'এটি নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ, আমাদের অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে, অভিযোগ করার ১৪ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান, ভোক্তাকন্ঠ ডটকমের সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ আবুল মকসুদ, প্রকাশক স্থপতি মোবাশ্বের হোসেন, সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০০৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের