দু’ঘন্টার মধ্যেই সমস্যা কাটিয়ে উঠেছে ইউটিউব
প্রকাশঃ ০৬:১৫ মিঃ, অক্টোবর ১৭, ২০১৮
দু’ঘন্টার মধ্যেই সমস্যা কাটিয়ে উঠেছে ইউটিউব
ব্যবহারকারীদের ভোগান্তির অভিযোগ আমলে নিয়ে দু’ঘন্টার মধ্যে সমস্যা সমাধান করেছে গুগলের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় মধ্যরাত থেকে ইউটিউবের সাইটে প্রবেশের পর কোনো কন্টেন্ট পর্দায় আসছিলো না বলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কর্তৃপক্ষকে অভিযোগ করেন ব্যবহারকারীরা।
শুধু ইউটিউব-ই নয়, তাদের টিভি, মিউজিক কোনো কিছুরই সেবা পাওয়া যায় নাই। ওয়েবসাইটে প্রবেশের পর স্বাভাবিক সময়ে যেসব ফিচার বা বিনোদনমূলক অনুষ্ঠান পর্দায় আসার কথা, তার কিছুই দেখায় নাই।
তবে অভিযোগ পাওয়ার পর দ্রুতই এ সমস্যা থেকে উত্তরণে কাজ শুরু করা হয়েছে বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশও করে।
পরে সেবা স্বাভাবিক হলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। তবে সমস্যার কারন ব্যাখ্যা করেনি ইউটিউব।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৩২৩ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের