গুগলের স্প্রেডশীটে যুক্ত হচ্ছে মেশিন লার্নিং
প্রকাশঃ ১১:৩৪ মিঃ, ডিসেম্বর ১২, ২০২২
বর্তমানে সবধরনের প্রতিষ্ঠানে সরল থেকে অত্যন্ত জটিল কাজে স্প্রেডশীটের ব্যবহার নিত্যদিনের ব্যাপার । স্প্রেডশীটে সাধারণ যোগ-বিয়োগ এবং গ্ৰাফের ব্যবহার অনেক পুরনো। তবে মেশিন লার্নিং এখানে একেবারেই নতুন প্রযুক্তি।
বর্তমানে সবধরনের প্রতিষ্ঠানে সরল থেকে অত্যন্ত জটিল কাজে স্প্রেডশীটের ব্যবহার নিত্যদিনের ব্যাপার । স্প্রেডশীটে সাধারণ যোগ-বিয়োগ এবং গ্ৰাফের ব্যবহার অনেক পুরনো। তবে মেশিন লার্নিং এখানে একেবারেই নতুন প্রযুক্তি।
মেশিন লার্নিংকে একটি জটিল প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে স্প্রেডশীট হলো সব ধরনের ব্যবহারকারী সহজেই ব্যবহার করতে পারে। তাই এতদিন পর্যন্ত মেশিন লার্নিং যুক্ত হয়নি স্প্রেডশীটে। তবে গুগল এবার প্রচলিত প্রথা ভেঙে তাদের স্প্রেডশীট প্রোগ্ৰামের অনলাইন ভার্সনে মেশিন লার্নিং প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছে।
গত ৭ ডিসেম্বর গুগল ঘোষণা দিয়েছে তারা তাদের স্প্রেডশীট প্রোগ্ৰামের অনলাইন বেটা ভার্সনের জন্য একটি নতুন এক্সটেনশন চালু করতে যাচ্ছে। এটির নাম হবে "Simple ML for sheets add-on." গুগলের স্প্রেডশীট প্রোগ্ৰাম এমনভাবে তৈরি যাতে একজন ব্যবহারকারী সহজেই তার পছন্দমত এক্সটেনশন যোগ করার মাধ্যমে স্প্রেডশীটের উপযোগীতা বাড়াতে পারে।
গুগলের এই নতুন এক্সটেনশন ইন্সটল করলে ব্যবহারকারীগণ পূর্বে গুগলের তৈরি "TensorFlow" মেশিন লার্নিং ব্যবহার করতে পারবে। সূত্র: ভেঞ্চারবিট।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৫৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে