কম্পিউটারে স্ক্রলিং সুবিধা চালু করছে গুগল
প্রকাশঃ ০৯:০২ মিঃ, ডিসেম্বর ৮, ২০২২.jpg)
মোবাইলের মত এখন থেকে কম্পিউটারেও স্ক্রলিং সুবিধা চালু করবে গুগল। গুগল সার্চের ফলাফল পাতার নিচে পাতার নম্বরের বদলে ‘সি মোর’ বাটন যুক্ত করা হবে। বাটনটিতে ক্লিক করলেই আরও সার্চ ফলাফল দেখা যাবে ।
মোবাইলের মত এখন থেকে কম্পিউটারেও স্ক্রলিং সুবিধা চালু করবে গুগল। গুগল সার্চের ফলাফল পাতার নিচে পাতার নম্বরের বদলে ‘সি মোর’ বাটন যুক্ত করা হবে। বাটনটিতে ক্লিক করলেই আরও সার্চ ফলাফল দেখা যাবে। সার্চ ফলাফলের পরবর্তী পাতার নম্বরে বারবার ক্লিক করতে না হওয়ায় দ্রুত প্রয়োজনীয় তথ্যের সন্ধান পাওয়া যাবে।
কম্পিউটারের স্ক্রলিং সুবিধায় গুগল সার্চের প্রথম ছয়টি পেজের ফলাফল দেখা যাবে। সামাজিক যোগাযোগ সাইটের নিউজ ফিডের মত ক্রমাগত নিচের দিকে যাওয়ার সুযোগ থাকবে। স্ক্রলিং সুবিধায় ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন।
গুগলের তথ্যমতে, অধিকাংশ ব্যবহারকারীই নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য সর্বোচ্চ চারটি সার্চ ফলাফল পেজের তথ্য দেখেন। নতুন এ সুবিধায় গুগলের সার্চ ফলাফলের প্রথম চারটি পাতায় স্থান নেই এমন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্যগুলোও দেখার সুযোগ পাওয়া যাবে।
[সূত্র: দ্য ভার্জ]
সংবাদটি পঠিত হয়েছেঃ ৫৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে