প্রেসরিলিজ
প্রকাশঃ ১০:৫২ মিঃ, অক্টোবর ৯, ২০১৮
আজ ০৮ অক্টোবর, ২০১৮ সোমবার সকাল ১১.00 মিনিটে সোনালি ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ে সোনালি ব্যাংক লিঃ ও ট্যাপ এন পে- এর মধ্যো P2G চুক্তি স্বাক্ষরিত হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ওবায়েদ ঊল্লাহ আল মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সোনালী ব্যাংক লিঃ, জনাব সুভাষ চন্দ্র দাস, প্রধান অর্থ কর্মকর্তা (CFO),সোনালী ব্যাংক লিঃ। জনাব ড. কামরুল আহসান,প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ট্যাপ এন পে, জনাব আবুল হোসেন ইমন, হেড অফ সেলস এন্ড মার্কেটিং, ট্যাপ এন পে।
এই চুক্তির মাধ্যমে সোনালী ব্যাংক লিঃ যে সেবাসমূহ প্রদান করে সেই সেবাসমূহ গ্রহন করার জন্য গ্রাহককে আর সোনালী ব্যাংক লিঃ এর ব্রাঞ্চে যাবার প্রয়োজন হবেনা; এখন থেকে ট্যাপ এন পে এজেন্ট পয়েন্ট বা ট্যাপ এন পে মোবাইল অ্যাপ্স এর মাধ্যমে এই সেবাসমূহ গ্রহন করতে পারবে যা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে।
মোহাম্মাদ আমিনুল ইসলাম বাদল
হেড অব ব্র্যান্ড
ট্যাপ এন পে
+৮৮০১৭১৩৪৭৮৪৭৩
+৮৮০১৯৯১১২২০৮৬
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩২৫৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের