শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


উদ্যোগ

দেশের সকল বিশেষায়িত স্কুলে বিনা মূল্যে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল বই দিবে প্রাইম ব্যাংক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:১১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

শিগগিরই প্রাইম ব্যাংকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও সহ এই বইয়ের অডিও ভার্সন প্রকাশিত হবে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশে কোনো ব্যাংকের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। দেশের সকল পাবলিক লাইব্রেরি ও বিশেষায়িত স্কুলে বিনা মূল্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে।

শিগগিরই প্রাইম ব্যাংকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও সহ এই বইয়ের অডিও ভার্সন প্রকাশিত হবে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

জানাগেছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান-এর কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিংয়ের ওপর আর্থিক সাক্ষরতা বিষয়ক দুইটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপ-পরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিৎ, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের আরও গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।’ 

সংবাদটি পঠিত হয়েছে: ৯১ বার

এ সম্পর্কিত আরও খবর