মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

দেশের বাজারে অপো এ৩এক্স

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:২২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জসহ একটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি।

স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে অপো এ৩এক্স (৪ জিবি+১২৮ জিবি)। ফোনটির মূল্যে ১৬,৯৯০ টাকা। অপো এ৩এক্স এখন সারা বাংলাদেশে অপো অনুমোদিত স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে।

এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জসহ একটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি।

অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং জানান, গ্রাহকদের চাহিদা ক্রমশ পরিবর্তিত হচ্ছে। অপো এই নতুন ডিভাইসের মাধ্যমে স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা পণ্যের স্থায়ীত্ব বাড়াতে চাই, যাতে ব্যবহারকারীরা উন্নত বিভিন্ন ফিচারের সুবিধা পায়।

সংবাদটি পঠিত হয়েছে: ৭১ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ইউগ্রিন রোবোটিক মোবাইলফোন চার্জার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪