বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

দেশের বাজারে নতুন এআই ল্যাপটপ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৪৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

‘আইডিয়াপ্যাড স্লিম ৫আই’ মডেলের ল্যাপটপটিতে থাকা এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে সহজেই ভালো মানের গ্রাফিকস ও ভিডিও সম্পাদনা করা যায়।

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চলা লেনোভোর নতুন মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

‘আইডিয়াপ্যাড স্লিম ৫আই’ মডেলের ল্যাপটপটিতে থাকা এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে সহজেই ভালো মানের গ্রাফিকস ও ভিডিও সম্পাদনা করা যায়।

দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ১ লাখ ২৫ হাজার টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ইঞ্চির আইপিএস অ্যান্টি গ্লেয়ার পর্দার ল্যাপটপটির ব্রাইটনেস ৩০০ নিটস হওয়ায় উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। শুধু তা-ই নয়, পর্দায় টিইউভি লো ব্লুলাইট প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না। ল্যাপটপটিতে সেন্সরযুক্ত আইআর ওয়েবক্যামের পাশাপাশি উইন্ডোজ হ্যালো ফেস লক ও ডলবি স্পিকারও রয়েছে।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপটিতে ৪.৫ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আলট্রা ফাইভ প্রসেসরসহ আরও রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআরফাইভএক্স র‍্যাম এবং ৫১২ গিগাবাইট এসএসডি। ল্যাপটপটির ধারণক্ষমতা চাইলে বাড়ানোও যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৯৫ বার

এ সম্পর্কিত আরও খবর