শনিবার

ঢাকা, ৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

দেশের বাজারে এলো লেনোভো নতুন গেমিং ল্যাপটপ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, দুপুর ৩:৫৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এটি প্রফেশনাল এবং গেমারদের জন্য ডিজাইন করা হাই পারফরম্যান্স ল্যাপটপ। অত্যাধুনিক এই ল্যাপটপটি গেমিংয়ে টপ পারফরমেন্স এবং ব্যতিক্রমী গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।

লেনোভো এলওকিউ (LOQ) এআই পাওয়ারড (83DV00F7LK) গেমিং ল্যাপটপ দেশের বাজারে নিয়ে এলো প্রযুক্তিপণ্য বাজারজাত ও পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

এটি প্রফেশনাল এবং গেমারদের জন্য ডিজাইন করা হাই পারফরম্যান্স ল্যাপটপ। অত্যাধুনিক এই ল্যাপটপটি গেমিংয়ে টপ পারফরমেন্স এবং ব্যতিক্রমী গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।

১৩ জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৪.৯ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আই সেভেন ১৩৬৫০ এইচএক্স প্রসেসর যাতে আছে ১৪ কোর ২০ থ্রেড , সর্বোচ্চ ৩২ জিবি সাপোর্ট নিয়ে ১৬ জিবি ডিডিআরফাইভ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই জেন৪ এনভিএমই এসএসডি সঙ্গে রয়েছে অন্য একটি এসএসডি স্লট যা নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং এবং গেম প্লে করবে আরও স্মুথ।

লক এআই পাওয়ারড ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এন্টি গ্লেয়ার ডিসপ্লেতে দেওয়া হয়েছেঃ ১০০% এসআরজিবি কালার, ৩০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এনভিডিয়া জি-সিঙ্ক। ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার।

উন্নত কর্মক্ষমতার জন্য ল্যাপটপটির জিপিইউতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি গ্রাফিক্স কার্ড ব্যাবহার করা হয়েছে সঙ্গে আছে এলএ১ এআই চিপ যা সিপিউ, জিপিউ একত্রিত হয়ে তাপ ব্যবস্থাপনা সামঞ্জস্য করে ব্যবহারকারীকে গেমিং এবং ক্রিয়েটিভ টাস্কে হাই পারফরম্যান্স নিশ্চিত করবে।

এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে 2W×2 নাহিমিক অডিও, গোপনীয়তার জন্য ই-শাটারযুক্ত ৭২০ পি এইচডি ক্যামেরা, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ফোর-জোন ব্যাকলিট কি-বোর্ডসহ আরও নানা ফিচার।

নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটিতে আছে জেনুইন উইন্ডোজ ১১ হোম এবং মিলিটারি গ্রেড-এসটিডি-৮১০এইস সার্টিফিকেশন অর্থাৎ এটি ধূলোবালি, কম্পন, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম  হবে। দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করতে ল্যাপটপটিতে ৬০ ওয়াট আওয়ারের ব্যাটারি এবং ২৩০ ওয়াটের স্লিম অ্যাডাপ্টার ব্যাবহার করা হয়েছে যা সুবিধাজনক চার্জিং প্রদান করে। এই গেমিং ল্যাপটপটির ওজন মাত্র ২.৩৮ কেজি।

২ বছরের ওয়্যারেন্টি সুবিধাসহ এআই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে দাম হচ্ছে ১ লাখ ৮০ হাজার টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৮ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪