বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


অটোমোবাইল

দেশে উৎপাদিত জাপানি হোন্ডা ফতানি হচ্ছে আমেরিকায়

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:৩০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

দেশের চাহিদা মিটিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশেও রফতানি করার পরিকল্পনা তুলে ধরেছেন বিএএসচএল ব্যবস্থাপনা পরিচালক শিগেরু মাতসুজাকি। এই পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি এ বছরেই বাংলাদেশে হোন্ডার ইলেকিট্রক গাড়ি তৈরির কাজ শুরুর কথা জানানো হয়। 

চলতি বছরের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে তৈরি জাপানি হোন্ডা’র এক্সব্লেড মডেল মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বিমান পথে রফতানি শুরু করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএএসচএল)।

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে সমুদ্রপথে রফতানি শুরু করলো প্রতিষ্ঠানটি। ঢাকার কাছের জেলা মুন্সিগঞ্জের আব্দুল মোনেম এক্সপোর্ট জোনে স্থাপিত নিজস্ব ফ্যাক্টিরিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে দেশের চাহিদা মিটিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশেও রফতানি করার পরিকল্পনা তুলে ধরেছেন বিএএসচএল ব্যবস্থাপনা পরিচালক শিগেরু মাতসুজাকি। এই পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি এ বছরেই বাংলাদেশে হোন্ডার ইলেকিট্রক গাড়ি তৈরির কাজ শুরুর কথা জানানো হয়। এসময় বাংলাদেশে উৎপাদন বাড়াতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ডিউটি ফ্রি সুবিধা দাবি করা হয়।

অনুষ্ঠানে বিএএসচএল ব্যবস্থাপনা পরিচালক শিগেরু মাতসুজাকি বলেন, হোন্ডা বাংলাদেশ মোটরসাইকেল উৎপাদন করে নতুন কর্মসংস্থান শুরু করেছে। কিন্তু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় হোন্ডার কেডি অংশের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে বাধার সৃষ্টি হচ্ছে। তবে এই সংকট কাটিয়ে আমরা স্থানীয় সরবরাহ বৃদ্ধি ও রপ্তানি শুরুর মধ্যমে ডলার সংকট দূর করতে ভূমিকা রাখতে চেষ্টা করছি।

তিনি বলেন, বাংলাদেশের যন্ত্রাংশ আমদানি ‍ও শুল্ক জটিলতা রোধ হলে বাংলাদেশে ব্যবসায় করার সুযোগটা আরো প্রসারিত হবে।

এইচআর ও অ্যাডমিন এ কে এম আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোন্ডা বাংলাদেশে চিফ অফিসার হিরোইকি ইয়াসুনাগা। এছাড়াও ব্যবসায় পরিকল্পনা ও বাজার অংশের বিষয় তুলে ধরেন চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান।

তিনি জানান, একমাত্র হোন্ডাই বাংলাদেশে পুরো ইঞ্জিনটা দেশেই তৈরি করে। প্রতিমাসে এই কারখানায় ৭০ হাজার মোটরসাইকেল উৎপাদন করার সক্ষমতা রয়েছে। এরমধ্যে পুরোপুরি দেশে তৈরি এক্সব্লেড মডেলটি প্রতি দিন ২২০টি করে তৈরি হচ্ছে। এই বাইকটি আনুষ্ঠানিক ভাবে আজ ১৪টি ইউনিট রফতানি করা হয়েছে।দেশে তৈরি ৪ লাখ ৫০ হাজার মোটরসাইকেল বিক্রি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে জানানো হয়, বাংলাদেশে তৈরি হলেও হোন্ডাগুলো জাপানের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে যাচাই করা হয়। বাংলাদেশে তৈরি করা এই মোটরসাইকেলটি বিশ্বে বাংলাদেশের পতাকা বহন করবে। গুয়েতেমালা দিয়ে শুরু হলেও দিনে দিনে এই দেশের সংখ্যা বাড়বে।

সংবাদটি পঠিত হয়েছে: ৭৪ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

৩ মডেলের বাইক আনছে রয়্যাল এনফিল্ড

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪
Card image

ইয়ামাহা এফজেডএস ভি-৪.০ বাইক এলো বাজারে

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪
Card image

স্পেশাল এডিশনে এলো ইয়ামাহা এমটি-১৫ মডেল

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪
Card image

বাজারে নতুন রেসিং বাইক আনলো টিভিএস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪