বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


লাইফস্টাইল

দেশে প্রথমবারের মতো এলো থ্রিডি স্মার্ট ঘড়ি

প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, দুপুর ৩:০৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এক্স ওয়াচ ওয়ান প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ‘থ্রিডি ইন্টারফেস’ ফিচার। যা গ্রাহকদের স্মার্টওয়াচ ব্যবহারে একটি অভিনব অভিজ্ঞতা দেবে। এছাড়া এমোলেড ডিসপ্লের এক্স ওয়াচ ওয়ান প্রো এবং  ব্লুটুথ কলিং সুবিধার এক্স ওয়াচ এসইতে সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার্স থাকছে।

স্বনামধন্য ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিএক্স গ্রুপ বাংলাদেশের বাজারে প্রথম থ্রিডি ইন্টারফেস ডিসপ্লের স্মার্টওয়াচ নিয়ে এলো। গ্লোবাল ব্র্যান্ড এক্স (X) ডিএক্স গ্রুপকে দক্ষিণ এশিয়ার এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

এক্স ব্র্যান্ডের পণ্য সর্বোচ্চ মান নিশ্চিত করে তৈরি করা হয়েছে, সঙ্গে থাকছে ফ্যাশনেবল ডিজাইন ও ফিচার্স।

গ্লোবাল ব্র্যান্ড এক্স বিশ্বব্যাপী তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। এক্স স্মার্টওয়াচের তিনটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে।  এরমধ্যে ২ হাজার ৯৯ টাকায় এক্স  ওয়াচ এসই, ২ হাজার ৯৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান এবং ৪ হাজার ৪৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান প্রো পাওয়া যাচ্ছে।  

এক্স ওয়াচ ওয়ান প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ‘থ্রিডি ইন্টারফেস’ ফিচার। যা গ্রাহকদের স্মার্টওয়াচ ব্যবহারে একটি অভিনব অভিজ্ঞতা দেবে। এছাড়া এমোলেড ডিসপ্লের এক্স ওয়াচ ওয়ান প্রো এবং  ব্লুটুথ কলিং সুবিধার এক্স ওয়াচ এসইতে সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার্স থাকছে।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, তরুণরাই নতুনের নতুনত্ব এবং ফ্যাশনের ধারক। তাই তরুণদের জন্য আমরা নিয়ে এসেছি তাদের সাধ্যের মধ্যে প্রযুক্তি ও ফ্যাশনের এক অনন্য উপহার এক্স (X)।  হংকং-এর ব্র্যান্ড এক্স বিশ্বব্যাপী দ্রুততম সময়ে তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি তাইওয়ানে এক্স পণ্য গ্রাহকদের কাছে অসাধারণ অভিবাদন পেয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা "এক্স" ব্র্যান্ড এর নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছি বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এক্স স্মার্টওয়াচগুলো বাংলাদেশের প্রযুক্তির বাজারে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।

দেশব্যাপী মোবাইল, একসেসোরিজের দোকান-সহ জনপ্রিয় সব ই-কমার্সে এক্স -এর পণ্য পাওয়া যাবে। স্মার্টওয়াচগুলো সম্পর্কে আরও তথ্যের জন্য এবং অর্ডার দেওয়ার জন্য [getx.co] ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৪০ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

স্বচ্ছ ইয়ার ফোন আনলো নাথিং

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪
Card image

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪
Card image

অ্যাপলের এয়ারপডস এখন শ্রবণযন্ত্র!

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪