১৩ ঘন্টা আগে
১৩ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
আসুস ভিভোবুক এস ১৫ মডেলের ল্যাপটপটি আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজে বিভিন্ন কাজ করার পাশাপাশি একবার চার্জে টানা ১৮ ঘণ্টা ব্যবহার করা যায় ল্যাপটপটি।
দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘কোপাইলট’ চ্যাটবটযুক্ত নতুন ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ। ‘আসুস ভিভোবুক এস ১৫’ মডেলের ল্যাপটপটির কি-বোর্ডে কোপাইলট ব্যবহারের জন্য আলাদা ‘কী’ থাকায় সহজেই চ্যাটবটটি ব্যবহার করে বিভিন্ন কাজ করা যায়। শুধু তা-ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন টুলও ব্যবহার করা যায় ল্যাপটপটিতে।
সোমবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফায়েড কোপাইলট ল্যাপটপটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, আসুস ভিভোবুক এস ১৫ মডেলের ল্যাপটপটি আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজে বিভিন্ন কাজ করার পাশাপাশি একবার চার্জে টানা ১৮ ঘণ্টা ব্যবহার করা যায় ল্যাপটপটি। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসরে চলা ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। ১৬ গিগাবাইট র্যামযুক্ত ল্যাপটপটির দাম ১ লাখ ৭৪ হাজার ৯৯০ টাকা।
অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন খন্দকার বলেন, আসুস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। দীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশের বাজারে সফলতার সাথে এই ব্যান্ড পণ্য নিয়ে কাজ করছে গ্লোবাল ব্র্যান্ড। প্রযুক্তি সবসময় পরিবর্তনশীল। তার সাথে আসুস একধাপ এগিয়ে। কেননা আসুস সর্বদা নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তির সম্পৃক্তায় পণ্যকে করে তোলে আধুনিক এবং আস্থাশীল। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে এআই প্রযুক্তির জনপ্রিয়তা এবং ব্যবহার ক্রমবর্ধমান। তার সাথে তাল মিলিয়ে আসুস বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের ল্যাপটপ ভিভোবুক এস ১৫। যা আপনাকে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিবে নতুন করে। আপনার পেশাগত কাজকে করে দেবে সহজ এবং সুন্দর পেশাদারিত্বের সাথে। আর সময় সাশ্রয় তো করবেই।
অনুষ্ঠনে বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। তিনি বলেন, বাংলাদেশের বাজারে ১৯৯৭ সাল হতে কাজ করছে গ্লোবাল ব্র্যান্ড। স্থনীয় বাজারে ক্রেতা চাহিদা ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেইসাথে ক্রেতা সেবা। দীর্ঘ এই সময়ে আমরা ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। কারণ ব্র্যান্ড হিসাবে আসুসের প্রতি আমার আস্থা, সেই সাথে স্থানীয় বাজারে আমাদের পার্টনারদের প্রতি আমাদের ভরসা। আর গ্লোবাল ব্র্যান্ডের সকল সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ক্রেতাদেরকে সর্বোত্তম সেবা সরবরাহে। দক্ষিণ এশিয়ার বাজার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাজারে নিজেদের জন্য শক্ত অবস্থান তৈরিতে আমাদের চেষ্টা ছিল সর্বোচ্চ। বিভিন্ন বাণিজ্যিক কৌশল এবং যুগোপযোগী পরিকল্পনায় আমরা মনোযোগী ছিলাম। তাই এই অর্জনের ভাগীদার আসুসসহ গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সকল সদস্য, পার্টনার এবং সবোপরি স্থানীয় বাজার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা।
অনুষ্ঠানে আসুস বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. আল ফুয়াদ বলেন, বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি উন্মুক্ত করেছে আসুস। কোপাইলট চ্যাটবট যুক্ত থাকায় ভিভোবুক এস ১৫ ল্যাপটপটির মাধ্যমে এআই ব্যবহারে বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। গ্রাহকদের কর্মক্ষমতা এবং দক্ষতা বাড়াতে আসুসের নতুন ল্যাপটপটি সহায়ক হবে।
তিনি আরও বলেন, ক্রেতা আসুসের ল্যাপটপ কেনার পর অনলাইনে রেজিস্ট্রেশন করার পর পরই একজন ক্রেতা আসুসের সকল সেবা গ্রহণে তালিকাভুক্ত হয়ে যান। যার মাধ্যমে তিনি তার পণ্যটি ব্যবহারের সব ধরনের প্রাযুক্তিক সহায়তা আমাদের কাছ থেকে পাবেন। সেই সাথে তার পণ্যটি রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব আমাদের উপর বর্তে যায় এবং ক্রেতা নিশ্চত থাকতে পারেন তার পণ্যের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণে। একবছরের যন্ত্রাংশ পরিবর্তনের সুযোগসহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করতে এই রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ। এই ক্রেতা সেবা নিশ্চিত করতে সারা বাংলাদেশে আসুসের রয়েছে ২০টি সেবা কেন্দ্রে। রয়েছে ২৪ ঘন্টা সেবার কলসেন্টার নাম্বার। যেকোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ সময় সীমা ৭ দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের ব্যবসায়িক অংশীদার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, রায়ানস কম্পিউটারসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল এবং স্টারটেক ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী ভূঁইয়াসহ অন্যান্য বিজনেস পার্টনাররা।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...