২ ঘন্টা আগে
৬ ঘন্টা আগে
১৮ ঘন্টা আগে
ছবি: মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং স্কেল এআইয়ের বিদায়ী সিইও আলেকজান্দার ওয়াং
এআই যখন সব কাজে মানুষের চেয়ে বেশি পারদর্শী হয়, তখন সেটাকে ‘সুপার ইনটেলিজেন্স’ বলে। আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স (এজিআই) হিসেবেও এটি পরিচিত। কোনো কোনো কাজে এআই মানুষের চেয়ে বেশি পারঙ্গম হলেও সব কাজের কাজী এখনও হতে পারেনি
কৃত্রিম বুদ্ধিমত্তায় ‘সুপার ইনটেলিজেন্স’ অর্জন করতে চায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। আর সে জন্য ১ হাজার ৪৩০ কোটি ডলারে মার্কিন প্রতিষ্ঠান স্কেল এআইয়ের ৪৯ শতাংশ শেয়ার কিনেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। চুক্তির অংশ হিসেবে স্কেল এআইয়ের সিইও আলেকজান্দার ওয়াং যোগ দিচ্ছেন মেটাতে। খবর টেকক্রাঞ্চের।
এআই যখন সব কাজে মানুষের চেয়ে বেশি পারদর্শী হয়, তখন সেটাকে ‘সুপার ইনটেলিজেন্স’ বলে। আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স (এজিআই) হিসেবেও এটি পরিচিত। কোনো কোনো কাজে এআই মানুষের চেয়ে বেশি পারঙ্গম হলেও সব কাজের কাজী এখনও হতে পারেনি। একটু জটিল ধাঁধাঁ দিলেই বর্তমানের অনেক এআই মডেল অচল হয়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় গুগল, ওপেনএআই, অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলোর তুলনায় মেটা কিছুটা পিছিয়ে পড়েছিল। আলেকজান্দার ওয়াংয়ের নেতৃত্বে এবার দ্রুত এগোতে চায় প্রতিষ্ঠানটি।
স্কেল এআই ছেড়ে যাওয়ার খবর জানিয়ে কর্মীদের কাছে পাঠানো বার্তায় ওয়াং লিখেছেন, ‘সাম্প্রতিক খবর থেকে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন। এত বড় মাপের সুযোগ এলে প্রায়ই সেটার প্রতিদান দিতে হয়। এই ক্ষেত্রে সেই প্রতিদান হলো আমার বিদায়। আপনাদের সিইও হিসেবে কাজ করাটা আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা।’
ওয়াংয়ের সঙ্গে স্কেলএআইয়ের আরও কিছু কর্মী মেটাতে যোগ দেবেন। আর বর্তমান চিফ স্ট্রাটেজি অফিসার জেসন ড্রোজকে সিইও পদে পদোন্নতি দিচ্ছে স্কেল এআই। জেসন আগে বেঞ্চমার্ক ক্যাপিটালে ভেঞ্চার পার্টনার এবং উবারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন।
মুখ ফিরিয়ে নিচ্ছে গুগল
স্কেল এআইয়ের ব্যবসা মূলত ডেটা-কেন্দ্রিক। এআই মডেল ডেভেলপমেন্টে প্রয়োজনীয় টুল ও ডেটা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। মেটা তো বটেই, মেটার প্রতিদ্বন্দ্বী গুগল, মাইক্রোসফট এবং ওপেনএআইও স্কেল এআইয়ের গ্রাহক। মেটার সঙ্গে বিনিয়োগ চুক্তির পর স্কেল এআইয়ের মুখপাত্র আশ্বস্ত করে বলেছেন, মেটার বিনিয়োগ কিংবা ওয়াংয়ের মেটায় যোগদানের প্রভাব স্কেল এআইয়ের বিদ্যমান গ্রাহকদের ওপর পড়বে না। অর্থাৎ অন্যান্য গ্রাহকদের তথ্যে মেটা নজরদারি করবে না। তাতে খুব একটা আশ্বস্ত হয়নি গুগল।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মেটার বিনিয়োগের পর স্কেল এআই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এর সবচেয়ে বড় গ্রাহক গুগল। চলতি বছর জেমিনাইসহ অন্যান্য এআই মডেলের প্রশিক্ষণের জন্য স্কেল এআইকে ২০ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা ছিল গুগলের। তবে এরই মধ্যে স্কেল এআইয়ের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আলোচনা শুরু করেছে এই সার্চ জায়ান্ট।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...