রবিবার

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি করে না এই গেমিং ল্যাপটপ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, দুপুর ৪:২৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

৪.৯ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-সেভেন প্রসেসরে চলা ল্যাপটপটিতে রয়েছে ১৬ গিগাবাইটের ডিডিআর-ফাইভ র‍্যাম এবং ৫১২ গিগাবাইটের এনভিএমই এসএসডি। এর ফলে ল্যাপটপটিতে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।

দেশের বাজারে লেনোভোর লক সিরিজের নতুন গেমিং ল্যাপটপ কম্পিউটার এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ৮৩ডিভি০০এফ৭এলকে মডেলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ল্যাপটপটির পর্দায় টিইউভি লো ব্লু লাইট সুবিধা থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি গ্লেয়ার পর্দার ল্যাপটপটির রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এ ছাড়া শতভাগ এসআরজিবি কালার এবং ৩০০ নিটস ব্রাইটনেস সুবিধা থাকায় ল্যাপটপটিতে সহজেই উচ্চ রেজল্যুশনের গেম খেলার পাশাপাশি যেকোনো ছবি বা ভিডিও ভালোভাবে দেখা যায়।

৪.৯ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-সেভেন প্রসেসরে চলা ল্যাপটপটিতে রয়েছে ১৬ গিগাবাইটের ডিডিআর-ফাইভ র‍্যাম এবং ৫১২ গিগাবাইটের এনভিএমই এসএসডি। এর ফলে ল্যাপটপটিতে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।

এনভিডিয়া জিফোর্স আরটিএক্সের ৮ গিগাবাইট গ্রাফিকস কার্ডযুক্ত ল্যাপটপটিতে আরও রয়েছে শাটারযুক্ত এইচডি ক্যামেরা, শক্তিশালী স্পিকার, ব্যাকলিট কি-বোর্ডসহ ৬০ ওয়াট আওয়ার সুবিধার ব্যাটারি। দুই বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

সংবাদটি পঠিত হয়েছে: ১৫৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫
Card image

নব-প্রেরণায় ‘অপো রেনো ১৩ ৫জি’

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫