১৯ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
অংশগ্রহণকারীদের সামনে চ্যাটজিপিটি ও মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের দেওয়া উত্তর তুলে ধরা হয়। তাদের কাজ ছিল প্রতিটি উত্তর শনাক্ত করা, অর্থাৎ, তারা বুঝতে চেষ্টা করতেন কোন উত্তরটি মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের এবং কোনটি এআইয়ের ছিল।
দাম্পত্য জীবনে মতবিরোধ ও মনোমালিন্য হওয়াই স্বাভাবিক। তবে কখনো সমস্যা এত গুরুতর হয়ে ওঠে যে, তা সমাধানের জন্য তৃতীয় ব্যক্তির পরামর্শ প্রয়োজন হয়। তাই অনেক সচেতন দম্পতি সমাধানের জন্য মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের শরণাপন্ন হন।
গবেষকদের মতে, সম্পর্কের জটিল সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা মনে করেন, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের মতোই এআই সমস্যাগুলোর বিশ্লেষণ করে পরামর্শ দিতে সক্ষম। এমনকি কিছু ক্ষেত্রে এটি মানুষের তুলনায় আরও কার্যকর উপদেশও দিতে পারে।
সম্প্রতি ‘প্লস মেন্টাল হেলথ’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সম্পর্ক বিষয়ক বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ওহাইও স্টেট ইউনিভার্সিটি ও হ্যাচ ডেটা অ্যান্ড মেন্টাল হেলথের যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায় ৮৩০ জন নারী-পুরুষ অংশ নেন, যাদের অধিকাংশই প্রেম বা দাম্পত্য সম্পর্কে ছিলেন।
গবেষকেরা দম্পতিদের কাউন্সিলিং দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে পরীক্ষাটি করেন। এতে অংশগ্রহণকারীদের সামনে চ্যাটজিপিটি ও মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের দেওয়া উত্তর তুলে ধরা হয়। তাদের কাজ ছিল প্রতিটি উত্তর শনাক্ত করা, অর্থাৎ, তারা বুঝতে চেষ্টা করতেন কোন উত্তরটি মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের এবং কোনটি এআইয়ের ছিল।
ওই কাউন্সিলিংয়ে একজন অংশগ্রহণকারী সম্পর্কের শুরুতে প্রতারণা করার কথা স্বীকার করেন। এই পরিস্থিতিতে চ্যাটজিপিটি আবেগ নিয়ন্ত্রণ করতে এবং খোলামেলা যোগাযোগের পরামর্শ দেয়।
চ্যাটজিপিটি আরও বলে গোপনীয়তা একটি ভারী বোঝা এবং এটি ওই ব্যক্তির ওপর গভীর প্রভাব ফেলে।
অপরদিকে, মনোরোগ বিশেষজ্ঞ জানায়, আপনার অভিজ্ঞতা শুনে আমি দুঃখিত। এ ধরনের অপরাধবোধ বয়ে বেড়ানো সত্যিই কষ্টকর। এটি একাকিত্বের অনুভূতি সৃষ্টি করতে পারে।
গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীরা ৫৬.১% সময় সঠিকভাবে মনোরোগ বিশেষজ্ঞের লেখা চিহ্নিত করতে পেরেছেন। আর ৫১.২% সময় সঠিকভাবে চ্যাটজিপিটির লেখা শনাক্ত করতে সক্ষম হয়েছেন। সূত্র: প্লস মেন্টাল হেলথ জার্নাল
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...