১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
৩ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। তবে এই ডিসকাউন্ট অফার কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে মারুতি সুজুটি স্পষ্ট করে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে গাড়ি দুইটির স্টক থাকা সাপেক্ষে অফারটি চলবে।
মারুতি সুজুকি ভারতে তাদের দুই মডেলের গাড়ির দাম কমিয়েছে। দাম কমার তালিকায় রয়েছে অল্টো কে১০ ভিএক্সআই এবং এস-প্রেসো। এই গাড়ির নির্বাচিত কিছু ভার্সনের দাম কমেছে।
কোম্পানি জানিয়েছে, তাদের এস-প্রেসো এলএক্সআই মডেলের দাম ভারতে ২০০০ রুপি কমানো হয়েছে। এছাড়াও অল্টো কে ১০ ভিএক্সআই মডেলের দাম ৬৫০০ রুপি কমানো হয়েছে। গাড়ির দাম কমানোর পেছনে বিক্রি হ্রাস পাওয়া একটি বড় নিয়ামক। কেননা, এই গাড়ির বিক্রি কমেছে প্রায় ৪ ভাগ।
৩ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। তবে এই ডিসকাউন্ট অফার কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে মারুতি সুজুটি স্পষ্ট করে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে গাড়ি দুইটির স্টক থাকা সাপেক্ষে অফারটি চলবে।
মারুতি সুজুকির ১ সেপ্টেম্বরে একটি এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে, ২০২৩ সালের আগস্ট মাসে ১৮৯,০৮২ ইউনিটের তুলনায়, ২০২৪ সালের আগস্টে ১৮১.৭৮২ ইউনিট বিক্রিতে প্রায় ৩.৯ শতাংশ হ্রাস পেয়েছে।
অটোমেকারের আগস্টের বিক্রয় পতনের কারণ ছিল ছোট গাড়ির সেগমেন্টে বিক্রির পরিসংখ্যান হ্রাস।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...