ছবি: সংগৃহীত
গ্রামীণফোন, বাংলাদেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে আসছে। প্রতিষ্ঠানটি তথাকথিত স্বেচ্ছায় অবসর ও মিথ্যা অভিযোগএর নামে প্রায় ৩,৩০০ শ্রমিককেচাকরিচ্যুত করেছে এবং শ্রমিকের পাওনা ৫% লভ্যাংশের বিলম্বজরিমানা পরিশোধে অবহেলা করে চলেছে।
মাথায় কালো কাপড় বেধে মঙ্গলবার বসুন্ধরা আবাসিকের প্রবেশমুখে অবস্থিত বারিধারার জিপি হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিতগ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। তিন দিনের ধারাবাহিক কর্মসূচির শেষ দিনেবঞ্চিত শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্তকর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বগত ২ ডিসেম্বর থেকেচাকরিচ্যুত শ্রমিকরা ৩ দফা দাবিআদায়ের লক্ষে লাগাতার কর্মসূচির পালন করে চলেছে। দাবিগুলো হল অবৈধভাবে চাকরিচুতশ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, সকল প্রকার আইনি পাওনা পরিশোধ এবং শ্রমিক নির্যাতনে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি জানানো।
কর্মসূচিতে বিক্ষুব্ধ কর্মীরা জানান, গ্রামীণফোন, বাংলাদেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে আসছে। প্রতিষ্ঠানটি তথাকথিত স্বেচ্ছায় অবসর ও মিথ্যা অভিযোগএর নামে প্রায় ৩,৩০০ শ্রমিককেচাকরিচ্যুত করেছে এবং শ্রমিকের পাওনা ৫% লভ্যাংশের বিলম্বজরিমানা পরিশোধে অবহেলা করে চলেছে। চাকরিচ্যুত শ্রমিকদের স্বৈরাচারআওয়ামী সরকারের দোসর কতিপয়কর্মকর্তা ও আওয়ামী মদদপুষ্টইউনিয়ন নেতারা অনৈতিক ও অমানবিক প্রক্রিয়াব্যবহার করে চাকরি ছাড়তে বাধ্য করেছে। শ্রমিকরা এই অমানবিক কাজেজড়িতদের শাস্তির দাবি করে।
কর্মসূচিতে শ্রমিকনেতারা বলেন, আওয়ামী লীগ এর দোসর সিই ও ইয়াসির আজমানসরকারের মন্ত্রী, এম পি, আমল-প্রশাসন ব্যাবহার করে দেশের সবচেয়ে লাভজনক কোম্পানিতে বিনা বাধায় দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে শ্রমিক ছাঁটাই করেছে। দুর্নীতির পথেকোম্পানিকে পরিচালনা করে সরকারের শত শত কোটিটাকা ফাঁকি দিয়েছে। এমনকি সুপ্রিমকোর্ট এর রায় নামেনে ও হীন-স্বার্থেপুনরায় মামলা করে শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত করে গ্রামীণফোন কর্তৃপক্ষ শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। একাজে তাঁদের সহযোগিতা করেছে চিহ্নিত স্বৈরাচারের দালাল যথা ফজলে নুর তাপস, মোস্তাফা জব্বার, তারানা হালিম, জুনাইদ আহমেদ পলক প্রমুখ। দেশেরবিচার বিভাগকে প্রভাবিত করে, সমস্যা সমাধান না করে, আইনেরবিধানকে পদদলিত করে একের পর এক মামলাদায়ের করে ন্যায়বিচার কে বিলম্বিত করেচলেছে। কর্মসূচী শেষে বক্তারা দাবী আদায় না হওয়া পর্যন্তঅবস্থান কর্মসূচির অব্যহত রাখার ঘোষণা দেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...